শিরোনাম
◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে ◈ বিএনপিকে চাপে রাখতে জামায়াতের যুগপৎ আন্দোলন ◈ এই সরকারও পুরোনো পথে, প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি ◈ এ‌শিয়া কাপ, রা‌তে আফগানিস্তা‌নের মু‌খোমু‌খি বাংলাদেশ ◈ ডাকসুর ভিপি সাদিক কায়েম: হিজাব–নন-হিজাব, সবার পোশাক ও পরিচয়ের সমান অধিকার নিশ্চিত হবে ◈ সঙ্কটে এশিয়া কাপ! দা‌বি না মান‌লে, প‌রের ম‌্যাচ আরব আ‌মিরা‌তের বিরু‌দ্ধে খেল‌বে না পাকিস্তান ◈ হ্যান্ডশেক বিতর্কে এবার মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ নেতানিয়াহুর পাশে আমেরিকা, লক্ষ্য হামাস ধ্বংস: রুবিও ◈ বিনা পাসপোর্টে ভারতে যাওয়া ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২০, ০৬:০৬ সকাল
আপডেট : ২৩ নভেম্বর, ২০২০, ০৬:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগামী সপ্তাহে চালু হতে পারে অ্যান্টিজেন টেস্ট, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আরো সমৃদ্ধ করার তাগিদ বিশেষজ্ঞদের

শিমুল মাহমুদ: [২] দুই মাস আগে সরকার অনুমতি দিলেও ক্রয়সংক্রান্ত প্রক্রিয়ার কারণে এখনো চালু হয়নি কোভিড-১৯ পরীক্ষার অ্যান্টিজেন টেস্ট।

[৩] শনিবার গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম বলেছেন, আশা করছি, করোনা অ্যান্টিজেন টেস্ট আগামী সপ্তাহে চালু করতে পারব।

[৪] জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি সদস্য ও স্বাচিপ ইকবাল আর্সলান বলেন, সহজ ও দ্রুততম সময়ে বেশি টেস্ট করার মাধ্যম হলো অ্যান্টিজেন টেস্ট। এর আরেকটা সুবিধা হওয়ায় লেস টেকনিক্যাল হওয়ায় প্রত্যন্ত অঞ্চলে এর ব্যবহার করতে পারবো।

[৫] তিনি বলেন, ফলাফল কতোটা নির্ভুল হবে, তা নির্ভর করে কিটের মান, নমুনার মান এবং সংক্রমণের কোন পর্যায়ে পরীক্ষা করা হচ্ছে। যেসব রোগীর মধ্যে করোনাভাইরাস সংক্রমণের উপসর্গ রয়েছে, তাদেরকে অ্যান্টিজেন টেস্ট করানো হবে। এতে যারা পজিটিভ হিসেবে চিহ্নিত হবেন, তাদেরকে আইসোলেশনে নেয়া হবে। আর যাদের ক্ষেত্রে ফলাফল নেগেটিভ আসবে, তাদেরকে পিসিআর টেস্টের জন্য পাঠানো হবে। তবে যাদের উপসর্গ নেই তাদের পিসিআর টেস্ট প্রয়োজন নাই।

[৬] বিশ্ব স্বাস্থ্য সংস্থ্যা (দক্ষিণ-পূর্ব এশিয়া) সাবেক উপদেষ্টা অধ্যাপক ডা. মোজাহেরুল হক বলেন, আমাদের বৃহত্তর জনগোষ্ঠী কিন্তু গ্রামে। হোম কেয়ার ছাড়া এদের প্রথমে চিকিৎসা জন্য দিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এখানে অক্সিজেন, অক্সিজেন মাস্ক, এবং হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা, প্রতি লাখ লোকে অন্তত দুটি আইসিইউ বেড থাকা জরুরি। সে ব্যবস্থা যতক্ষণ করতে না পারছি ততক্ষণ পর্যন্ত বলা যাবে না আমরা প্রস্তুত।

[৭] তিনি বলেন, র‌্যাপিট অ্যান্টিজেন টেস্টের সঙ্গে সঙ্গে আমাদের অ্যান্টিবডি টেস্ট শুরু করতে হবে। করোনা সংক্রমণে আমাদের অবস্থানটা কোথায় সেটা জানতে হবে। এরপর পরিকল্পনা অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।

[৮] যুক্তরাষ্ট্রের জাতীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা বা সিডিসি-এর তথ্য মতে, অ্যান্টিজেন টেস্ট মূলত শ্বাসযন্ত্রের সংক্রমণের ক্ষেত্রে, বিশেষ করে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এবং শ্বাসযন্ত্রের অন্যান্য ভাইরাস শনাক্তের জন্য ব্যবহার করা হয়। এই টেস্টের মাধ্যমে বিশেষ ভাইরাল অ্যান্টিজেনের উপস্থিতি শনাক্ত করা হয়, যা আসলে ওই ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়