শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২০, ০৯:২২ সকাল
আপডেট : ২২ নভেম্বর, ২০২০, ০৯:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আফগানিস্তান ও ইরাক থেকে সেনা প্রত্যাহারের ঘোষণার পর মধ্যপ্রাচ্যে বি-৫২ বোমারু বিমান মোতায়েন করল যুক্তরাষ্ট্র

রাশিদুল ইসলাম : [৩] গত মঙ্গলবার ট্রাম্প প্রশাসন আগামী ১৫ জানুয়ারির মধ্যে আফগানিস্তান ও ইরাকে সেনা হ্রাসের ঘোষণা দেয় এর আগে তালেবানদের সঙ্গে চুক্তি অনুসারে। ২০১৬ সালে নির্বাচনী প্রচারে প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধ ও সেনা মোতায়েন করার বিরুদ্ধেই কথা বলেছিলেন, কিন্তু এখন নির্বাচনে পরাজয়ের পর হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার আগে মধ্যপ্রাচ্যে বি-৫২ বোমারু বিমান মোতায়েনে সায় দিলেন। স্পুটনিক

[৪] ইউএস সেন্ট্রাল কমাণ্ড শনিবার এক বিবৃতিতে মধ্যপ্রাচ্যে মার্কিন বিমান বাহিনীর কৌশলগত উপস্থিতি বৃদ্ধির কারণ দেখিয়ে বলছে আগ্রাসন প্রতিরোধ ও যুক্তরাষ্ট্রের মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করতেই এটা করা হচ্ছে।

[৫] ইউএস নাইনথ এয়ার ফোর্সের কমাণ্ডার লেফটেন্যান্ট জেনারেল গ্রেগ গিলোট এক বিবৃতিতে বলেছেন খুবই সংক্ষিপ্ত এক নোটিশে এধরনের বিমান মোতায়েনের নির্দেশ দেয়া হয়েছে।

[৬] জেনারেল গ্রেগ বলেন মধ্যপ্রাচ্যে মার্কিন উপস্থিতি ধরে রাখতে এবং দ্রুত সেনা বাহিনী মোতায়েন বা সরিয়ে নেয়ার ক্ষমতা সম্ভাব্য আগ্রাসন রোধের মূলচাবিকাঠি। একই সঙ্গে এধরনের মিশন মধ্যপ্রাচ্যের আকাশসীমা ও কমাণ্ডের সঙ্গে পরিচিত করতে ও সার্বিক কার্যক্রম নিয়ন্ত্রণে সহায়তা করে। এর পাশাপাশি মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের সঙ্গে সংহতি বৃদ্ধি ও সামগ্রিক প্রস্তুতি গড়ে তুলতে সাহায্য করে।

[৭] মধ্যপ্রাচ্যে এর আগে বি-৫২ বোমারু বিমান এ বছরের শুরুতে মোতায়েন করা হয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়