এম.ইউছুপ রেজা: [২] সংকটাপন্ন রোগীদের জন্য আইসিইউ খুবই গুাংত্বপূর্ণ। কিন্তু চট্টগ্রামে আইসিইউ সংকট বহুদিনের। চমেক হাসপাতালের আইসিইউতে নতুন শয্যা স্থাপনের ফলে সংকটাপন্ন রোগীরা আরও সহজে সেবা পাবেন।
[৩] শনিবার (২১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রামে মেডিকেল কলেজ (চমেক) হাসাপাতলের আইসিইউতে নতুন ৮ শয্যার উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষা উপ-মন্ত্রী ও চমেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মহিবুল হাসান চৌধুরী নওফেল এসব কথা বলেন।
[৪] চট্টগ্রাম মেডিকের কলেজ (চমেক) হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নতুন ৮টি শয্যা স্থাপন করা হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে আইসিইউর মোট শয্যা সংখ্যা দাঁড়ালো ৩০টি। এরমধ্যে সাধারণ রোগীদের ব্যবহারের জন্য থাকবে ২০টি এবং কোভিড রোগীরা ব্যবহার করবেন ১০টি। আইসিইউতে নতুন শয্যা স্থাপনের ফলে রোগীদের আরও বেশি সেবা দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন হাসপাতাল সংশ্লিষ্টরা।