শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২০, ০৩:২৯ রাত
আপডেট : ২১ নভেম্বর, ২০২০, ০৩:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লেগুনা চালক হত্যার অন্যতম আসামি ইমন গ্রেপ্তার

রাজু চৌধুরী: [২] চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন চন্দ্রাবিল এলাকায় চাঞ্চল্যকর লেগুনা চালক নাজমুল হত্যা মামলার অন্যতম প্রধান আসামী ইমন (২৩) কে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব ৭।

[৩] শুক্রবার (২০ নভেম্বর) র‌্যাব-৭, চট্টগ্রাম এর সহকারী পরিচালক(মিডিয়া) এ এস পি মাহমুদুল হাসান মামুন জানান, গত ১১ নভেম্বর ২০২০ ভিকটিম নাজমুল এর পিতা মজনু শেখ এ লিখিত অভিযোগ করেন যে, তার পুত্র লেগুনা চালক মো. নাজমুল শেখ (২২)'কে পূর্ব শত্রুতার বশবর্তী হয়ে মো. ইমন (২২) ও তার ০৩ জন সহযোগী মিলে অপহরণ করেছে। পরবর্তীতে লেগুনাচালক নাজমুলকে গলাকেটে হত্যা করে এবং লাশ গুম করার উদ্দেশ্যে ডোবার পানিতে ফেলে দেয়।

[৪] এর পর মজনু শেখ বাদী হয়ে হাটহাজারী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত ঘটনায় ছায়া তদন্ত শুরু একপর্যায়ে গোপন সংবাদের মাধ্যমে জানা যায় এই হত্যা মামলার ০২নং আসামি মোঃ ইমন কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন সেন্টমার্টিন এলাকার সি ভিউ হোটেলে অবস্থান করছে।

[৫] সেই তথ্যের ভিত্তিতে বুধবার অভিযান পরিচালনা করে আসামী মো. ইমন (২২), পিতা- মো. সোলেমান, সাং-বাতাবাড়িয়া, থানা- লাকসাম, জেলা- কুমিল্লা, বর্তমান ঠিকানা- আব্বুর কলোনী, নজুমিয়ারহাট, থানা-হাটহাজারী, জেলা- চট্টগ্রাম’কে আটক করে। আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, সে হাটহাজারী থানার উপরোল্লিখিত হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। হত্যাকান্ডের এজাহারভুক্ত ১ নং আসামি মো. রাজু হত্যাকান্ডের পরদিন র‌্যাবের হাতে আটক হয়েছিল বলে জানান র‌্যাব-৭ এর এই কর্মকর্তা।

[৬] গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে চট্টগাম জেলার হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়