শিরোনাম
◈ খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার প্রস্তুতি, বাংলাদেশে আসছেন জোবাইদা রহমান ◈ মার্কিন প্রেসিডেন্টের মুখ থেকে বর্ণবাদের দুর্গন্ধ, ইলহান ওমরকে আবর্জনা বললেন ‌ডোনাল্ড ট্রাম্প ◈ বেগম খালেদা জিয়ার জন্য সারাদেশে দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছে সরকার  ◈ পাকিস্তানি ক্রিকেটাররা এনওসি পাচ্ছে না, বিপাকে পড়তে পা‌রে বিপিএল  ◈ বাফুফে ৪ কোটি টাকার বেশি আয় কর‌লো এশিয়ান কাপ বাছাই’র তিন ম্যাচ থেকে ◈ এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ◈ রাজনী‌তি‌তে চল‌ছে সমীকরণ, জোটে যাওয়া নিয়ে এনসিপিতে নানা মত ◈ বিপিএলে নোয়াখালী‌তে খেল‌বেন মোহাম্মদ নবি, সিলেটে সালমান  ◈ বাংলাদেশে পথকুকুর বা বিড়াল হত্যায় কী শাস্তি রয়েছে? ◈ মে‌ক্সি‌কোর বিশ্বকাপ স্টেডিয়ামের পাশে শত শত ব্যাগে মানুষের দেহাবশেষ উদ্ধার

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২০, ০৩:২৯ রাত
আপডেট : ২১ নভেম্বর, ২০২০, ০৩:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লেগুনা চালক হত্যার অন্যতম আসামি ইমন গ্রেপ্তার

রাজু চৌধুরী: [২] চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন চন্দ্রাবিল এলাকায় চাঞ্চল্যকর লেগুনা চালক নাজমুল হত্যা মামলার অন্যতম প্রধান আসামী ইমন (২৩) কে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব ৭।

[৩] শুক্রবার (২০ নভেম্বর) র‌্যাব-৭, চট্টগ্রাম এর সহকারী পরিচালক(মিডিয়া) এ এস পি মাহমুদুল হাসান মামুন জানান, গত ১১ নভেম্বর ২০২০ ভিকটিম নাজমুল এর পিতা মজনু শেখ এ লিখিত অভিযোগ করেন যে, তার পুত্র লেগুনা চালক মো. নাজমুল শেখ (২২)'কে পূর্ব শত্রুতার বশবর্তী হয়ে মো. ইমন (২২) ও তার ০৩ জন সহযোগী মিলে অপহরণ করেছে। পরবর্তীতে লেগুনাচালক নাজমুলকে গলাকেটে হত্যা করে এবং লাশ গুম করার উদ্দেশ্যে ডোবার পানিতে ফেলে দেয়।

[৪] এর পর মজনু শেখ বাদী হয়ে হাটহাজারী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত ঘটনায় ছায়া তদন্ত শুরু একপর্যায়ে গোপন সংবাদের মাধ্যমে জানা যায় এই হত্যা মামলার ০২নং আসামি মোঃ ইমন কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন সেন্টমার্টিন এলাকার সি ভিউ হোটেলে অবস্থান করছে।

[৫] সেই তথ্যের ভিত্তিতে বুধবার অভিযান পরিচালনা করে আসামী মো. ইমন (২২), পিতা- মো. সোলেমান, সাং-বাতাবাড়িয়া, থানা- লাকসাম, জেলা- কুমিল্লা, বর্তমান ঠিকানা- আব্বুর কলোনী, নজুমিয়ারহাট, থানা-হাটহাজারী, জেলা- চট্টগ্রাম’কে আটক করে। আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, সে হাটহাজারী থানার উপরোল্লিখিত হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। হত্যাকান্ডের এজাহারভুক্ত ১ নং আসামি মো. রাজু হত্যাকান্ডের পরদিন র‌্যাবের হাতে আটক হয়েছিল বলে জানান র‌্যাব-৭ এর এই কর্মকর্তা।

[৬] গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে চট্টগাম জেলার হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়