শিরোনাম
◈ নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল, চতুর্দশ জাতীয় নির্বাচন থেকে কার্যকর ◈ এ‌শিয়া কাপ রাই‌জিং স্টার টুর্না‌মে‌ন্টের সেমিফাইনালে বাংলাদেশ  ◈ বিশ্বকা‌পে বাংলা‌দেশের প্রথম ম‌্যাচ ভার‌তের বিরু‌দ্ধে ১৭ জানুয়া‌রি  ◈ টেস্ট ক্রিকে‌টে কোচ থে‌কে কি সরানো উচিত ‌গৌতম গম্ভীরকে? যা বল‌লেন সৌরভ গাঙ্গু‌লি ◈ যুদ্ধবিরতির মধ্যেই গাজায় আইডিএফের হামলায় নিহত ২৮, আহত কমপক্ষে ৭৭ ◈ আন্তর্জাতিক বাহিনী আসছে গাজায়, নিয়ন্ত্রণ হারাতে যাচ্ছে হামাস ◈ সমৃদ্ধ গণতন্ত্র নিশ্চিত করতে বাংলাদেশের পাশে কমনওয়েলথ: ঢাকায় আসছেন মহাসচিব ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের রায় আজ ◈ স্নাইপার সাফারি: অর্থের বিনিময় মানুষ গুলি করার ‘খেলা’ চালানোর অভিযোগ উঠেছে তিন দশক পর (ভিডিও) ◈ রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন (ভিডিও)

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২০, ০৩:২৯ রাত
আপডেট : ২১ নভেম্বর, ২০২০, ০৩:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লেগুনা চালক হত্যার অন্যতম আসামি ইমন গ্রেপ্তার

রাজু চৌধুরী: [২] চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন চন্দ্রাবিল এলাকায় চাঞ্চল্যকর লেগুনা চালক নাজমুল হত্যা মামলার অন্যতম প্রধান আসামী ইমন (২৩) কে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব ৭।

[৩] শুক্রবার (২০ নভেম্বর) র‌্যাব-৭, চট্টগ্রাম এর সহকারী পরিচালক(মিডিয়া) এ এস পি মাহমুদুল হাসান মামুন জানান, গত ১১ নভেম্বর ২০২০ ভিকটিম নাজমুল এর পিতা মজনু শেখ এ লিখিত অভিযোগ করেন যে, তার পুত্র লেগুনা চালক মো. নাজমুল শেখ (২২)'কে পূর্ব শত্রুতার বশবর্তী হয়ে মো. ইমন (২২) ও তার ০৩ জন সহযোগী মিলে অপহরণ করেছে। পরবর্তীতে লেগুনাচালক নাজমুলকে গলাকেটে হত্যা করে এবং লাশ গুম করার উদ্দেশ্যে ডোবার পানিতে ফেলে দেয়।

[৪] এর পর মজনু শেখ বাদী হয়ে হাটহাজারী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত ঘটনায় ছায়া তদন্ত শুরু একপর্যায়ে গোপন সংবাদের মাধ্যমে জানা যায় এই হত্যা মামলার ০২নং আসামি মোঃ ইমন কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন সেন্টমার্টিন এলাকার সি ভিউ হোটেলে অবস্থান করছে।

[৫] সেই তথ্যের ভিত্তিতে বুধবার অভিযান পরিচালনা করে আসামী মো. ইমন (২২), পিতা- মো. সোলেমান, সাং-বাতাবাড়িয়া, থানা- লাকসাম, জেলা- কুমিল্লা, বর্তমান ঠিকানা- আব্বুর কলোনী, নজুমিয়ারহাট, থানা-হাটহাজারী, জেলা- চট্টগ্রাম’কে আটক করে। আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, সে হাটহাজারী থানার উপরোল্লিখিত হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। হত্যাকান্ডের এজাহারভুক্ত ১ নং আসামি মো. রাজু হত্যাকান্ডের পরদিন র‌্যাবের হাতে আটক হয়েছিল বলে জানান র‌্যাব-৭ এর এই কর্মকর্তা।

[৬] গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে চট্টগাম জেলার হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়