শিরোনাম
◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২০, ০৩:২৯ রাত
আপডেট : ২১ নভেম্বর, ২০২০, ০৩:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লেগুনা চালক হত্যার অন্যতম আসামি ইমন গ্রেপ্তার

রাজু চৌধুরী: [২] চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন চন্দ্রাবিল এলাকায় চাঞ্চল্যকর লেগুনা চালক নাজমুল হত্যা মামলার অন্যতম প্রধান আসামী ইমন (২৩) কে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব ৭।

[৩] শুক্রবার (২০ নভেম্বর) র‌্যাব-৭, চট্টগ্রাম এর সহকারী পরিচালক(মিডিয়া) এ এস পি মাহমুদুল হাসান মামুন জানান, গত ১১ নভেম্বর ২০২০ ভিকটিম নাজমুল এর পিতা মজনু শেখ এ লিখিত অভিযোগ করেন যে, তার পুত্র লেগুনা চালক মো. নাজমুল শেখ (২২)'কে পূর্ব শত্রুতার বশবর্তী হয়ে মো. ইমন (২২) ও তার ০৩ জন সহযোগী মিলে অপহরণ করেছে। পরবর্তীতে লেগুনাচালক নাজমুলকে গলাকেটে হত্যা করে এবং লাশ গুম করার উদ্দেশ্যে ডোবার পানিতে ফেলে দেয়।

[৪] এর পর মজনু শেখ বাদী হয়ে হাটহাজারী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত ঘটনায় ছায়া তদন্ত শুরু একপর্যায়ে গোপন সংবাদের মাধ্যমে জানা যায় এই হত্যা মামলার ০২নং আসামি মোঃ ইমন কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন সেন্টমার্টিন এলাকার সি ভিউ হোটেলে অবস্থান করছে।

[৫] সেই তথ্যের ভিত্তিতে বুধবার অভিযান পরিচালনা করে আসামী মো. ইমন (২২), পিতা- মো. সোলেমান, সাং-বাতাবাড়িয়া, থানা- লাকসাম, জেলা- কুমিল্লা, বর্তমান ঠিকানা- আব্বুর কলোনী, নজুমিয়ারহাট, থানা-হাটহাজারী, জেলা- চট্টগ্রাম’কে আটক করে। আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, সে হাটহাজারী থানার উপরোল্লিখিত হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। হত্যাকান্ডের এজাহারভুক্ত ১ নং আসামি মো. রাজু হত্যাকান্ডের পরদিন র‌্যাবের হাতে আটক হয়েছিল বলে জানান র‌্যাব-৭ এর এই কর্মকর্তা।

[৬] গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে চট্টগাম জেলার হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়