শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল ◈ তত্ত্বাবধায়ক সরকার প্রধানের বিষয়ে যা জানালেন শিশির মনির ◈ বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার চূড়ান্ত অনুমোদন ◈ ১৯ দিনে প্রবাসী আয় ২ বিলিয়ন ডলার ◈ ডাকসু সদস্য রাফিয়ার বাড়িতে ককটেল নিক্ষেপ, আগুন ◈ জার্মা‌নি‌কে হা‌রি‌য়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালের পথে ভারত

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২০, ০২:৩০ রাত
আপডেট : ২১ নভেম্বর, ২০২০, ০২:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তাজরীনে অগ্নিকাণ্ডে আহত শ্রমিকদের ৬৪ দিনের অবস্থান কর্মসূচি

শরীফ শাওন: [২] শ্রমিকরা বলেন, দীর্ঘদিন অবস্থান কর্মসূচি পালন করলেও সরকার বা সংশ্লিষ্ট কোন মহল থেকে কেউ আসেনি। অগ্নিকাণ্ডের ঘটনায় অনেকেই স্থায়ীভাবে পঙ্গু হয়ে কর্মক্ষম হয়ে পড়েছে। দেশের প্রচলিত শ্রম আইন এবং আইএলও কনভেনশন অনুযায়ী কোনও ক্ষতিপূরণও সরকার দেয়নি।

[৩] শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে তারা একথা বলেন। কর্মসূচিতে ‘শ্রমিক হত্যাকারী’ গার্মেন্টস মালিক দেলোয়ারের দ্রুত বিচার নিশ্চিত এবং সম্পদ বাজেয়াপ্ত করার দাবি জানানো হয়।

[৪] কর্মসূচিতে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু বলেন, শুরু থেকেই শ্রমিকদের অবহেলা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের ঘটনায় অনেকেরই হাত-পা ও অঙ্গহাণী হয়ে কর্মহীন হয়েছে। সরকার বা মালিকপক্ষ থেকে কেউ সহানুভূতি জানাতে আসেনি। বিজিএমইএ তাদের পাশে দাঁড়ায়নি।

[৫] মোশরেফা মিশু বলেন, আগুন থেকে বাঁচতে যারা ভবন থেকে লাফ দিয়েছে, তাদের সুচিকিৎসা দেয়ার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফেরানো সম্ভব ছিলো।

[৬] কর্মসূচিতে শ্রমিকরা তিন দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো-শ্রম আইন মোতাবেক আহত শ্রমিকদের এক জীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ; তাদের সম্মানজনক ও বাস্তবসম্মত পুনর্বাসন এবং দীর্ঘমেয়াদি সুচিকিৎসা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়