হ্যাপি আক্তার: [২] কোভিড-১৯ এর এবার থাবা বসাল বলিউড সুপারস্টার সালমান খানের পরিবারে। জি নিউজ২৪
[৩] খানের ব্যক্তিগত গাড়িচালক অশোক ও দুই ব্যক্তিগত কর্মীর করোনা-পরীক্ষার ফল পজিটিভ আসার পর তাঁদের মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোভিড-১৯ এর সতর্কতা হিসেবে নিজ বাসায় আইসোলেশনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত সলমন খান নিজে এখনও সুস্থই রয়েছেন।
[৪] মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে দেশে লকডাউন ঘোষণার পর নিজের প্যানভেল খামারবাড়িতে কোয়ারেন্টিনে ছিলেন সালমান খান।
[৫] বর্তমানে বিগ বিস ১৪-র শ্যুটিংয়ে ব্যস্ত সালমন খান। নিজেকে গৃহবন্দি করার ফলে বিগ বসের শ্যুটিং 'ভাইজান' কীভাবে করবেন বলে প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিকে সালমনের গোটা পরিবার সেলিম খান এবং সালমা খানের বিবাহবার্ষিকীর অনুষ্ঠান পালনের জন্য প্রতিবারের মতো এবারও মুখিয়ে ছিলো। কোভিডের আচমকা হানায় এবার ওই অনুষ্ঠান নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
[৬] অন্যদিকে রাধের শ্যুটিং কিছু দিন আগে শেষ করেছেন সলমন খান। এই সিনেমায় সালমনের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন দিশা পাটানি।