শিরোনাম
◈ চট্টগ্রামে লালদিয়া টার্মিনাল: ৩০ বছরের অপারেশন এপি মুলারের হাতে, বিনিয়োগ হবে ৫৫০ মিলিয়ন ডলার ◈ ইসি’র নতুন নির্দেশনা: প্রবাসীদের ভোটার নিবন্ধনে যা যা লাগবে ◈ সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় অভিযান, সাতজন আটক (ভিডিও) ◈ মিয়ানমারের সহিংসতায় নতুন ঢল, ১০ মাসে দেশে ঢুকেছে ১ লাখ ৩৬ হাজার রোহিঙ্গা ◈ “গুজবে কান দেবেন না’—লকডাউন ঘিরে নাগরিকদের আশ্বস্ত করলেন ডিবি প্রধান ◈ ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩৯ ◈ কার্গো ভিলেজে এখনো ধ্বংসস্তূপ: তিন সপ্তাহ পরও সমন্বয়হীনতা তিন সংস্থার মধ্যে ◈ মাইলস্টোন দুর্ঘটনা: সাড়ে তিন মাস চিকিৎসা শেষে বাড়ি ফিরলেন যমজ দুই শিশু ◈ শপথ নিলেন হাইকোর্টের ২১ স্থায়ী বিচারপতি ◈ “আন্ডারওয়ার্ল্ডের আধিপত্য নিয়ে দ্বন্দ্ব, ২ লাখ টাকায় মামুন হত্যার চুক্তি”

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২০, ০৬:০৩ সকাল
আপডেট : ১৯ নভেম্বর, ২০২০, ০৬:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নওগাঁয় দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে বাস চলাচল

ডিসেম্বর: শ্রমিকদের বিরুদ্ধে সড়কে চাঁদাবাজি ও রুট নিয়ন্ত্রণের অভিযোগ এনে নওগাঁয় দ্বিতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বাংলানিউজ২৪

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে নওগাঁ-বালুডাঙ্গা বাস টার্মিনাল ও ঢাকা বাস টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি।

বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে বন্ধ রয়েছে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল।

নওগাঁ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বলেন, শ্রমিকরা সড়কে চাঁদাবাজি করেন এ অভিযোগ অনেক পুরনো। আমরা তাদের বার বার চাঁদাবাজি থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছি। কিন্তু তারা আমাদের কথার কোনো তোয়াক্কা করে না। পাশাপাশি বাস মালিক সমিতির অনুমতি ছাড়া শ্রমিক ইউনিয়নের দু’টি বাস তারা চালাচ্ছে। যা পুরোপুরি বেআইনি। শ্রমিকদের বিভিন্ন অনিয়মের প্রতিবাদ হিসেবে আমরা বাস চলাচল বন্ধ রেখেছি।

শ্রমিক নেতারা জানান, মালিক গ্রুপের কাছে শ্রমিক জিম্মি থাকে সারাজীবন। তারা ইচ্ছে মতো শ্রমিকদের পরিচালনা করেন। শ্রমিকরা যদি তাদের স্বার্থে কিছু করে তাহলে মালিকরা বাস বন্ধ করে দেন।

এদিকে পূর্ব ঘোষণা ছাড়াই পরিবহন বন্ধ করে দেয়ায় বিড়ম্বনায় পড়েছেন সাধারণ যাত্রী। যাত্রীরা বলেন, নওগাঁর মালিক গ্রুপ ও শ্রমিক গ্রুপ এরা বার বার দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। এরপর বাস চলাচল বন্ধ করে দেয়। তাতে আমাদের মতো সাধারণ যাত্রীদের বিপাকে পড়তে হয়। বাস চলাচল বন্ধ এজন্য ব্যাটারিচালিত ইজিবাইক কিংবা সিএনজিচালিত অটোরিকশায় করে যেতে হচ্ছে। এতে আমাদের দিগুণ ভাড়া লেগে যাচ্ছে। আমরা এ সমস্যার দ্রুত সমাধান চাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়