শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২০, ০৬:০৩ সকাল
আপডেট : ১৯ নভেম্বর, ২০২০, ০৬:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নওগাঁয় দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে বাস চলাচল

ডিসেম্বর: শ্রমিকদের বিরুদ্ধে সড়কে চাঁদাবাজি ও রুট নিয়ন্ত্রণের অভিযোগ এনে নওগাঁয় দ্বিতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বাংলানিউজ২৪

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে নওগাঁ-বালুডাঙ্গা বাস টার্মিনাল ও ঢাকা বাস টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি।

বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে বন্ধ রয়েছে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল।

নওগাঁ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বলেন, শ্রমিকরা সড়কে চাঁদাবাজি করেন এ অভিযোগ অনেক পুরনো। আমরা তাদের বার বার চাঁদাবাজি থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছি। কিন্তু তারা আমাদের কথার কোনো তোয়াক্কা করে না। পাশাপাশি বাস মালিক সমিতির অনুমতি ছাড়া শ্রমিক ইউনিয়নের দু’টি বাস তারা চালাচ্ছে। যা পুরোপুরি বেআইনি। শ্রমিকদের বিভিন্ন অনিয়মের প্রতিবাদ হিসেবে আমরা বাস চলাচল বন্ধ রেখেছি।

শ্রমিক নেতারা জানান, মালিক গ্রুপের কাছে শ্রমিক জিম্মি থাকে সারাজীবন। তারা ইচ্ছে মতো শ্রমিকদের পরিচালনা করেন। শ্রমিকরা যদি তাদের স্বার্থে কিছু করে তাহলে মালিকরা বাস বন্ধ করে দেন।

এদিকে পূর্ব ঘোষণা ছাড়াই পরিবহন বন্ধ করে দেয়ায় বিড়ম্বনায় পড়েছেন সাধারণ যাত্রী। যাত্রীরা বলেন, নওগাঁর মালিক গ্রুপ ও শ্রমিক গ্রুপ এরা বার বার দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। এরপর বাস চলাচল বন্ধ করে দেয়। তাতে আমাদের মতো সাধারণ যাত্রীদের বিপাকে পড়তে হয়। বাস চলাচল বন্ধ এজন্য ব্যাটারিচালিত ইজিবাইক কিংবা সিএনজিচালিত অটোরিকশায় করে যেতে হচ্ছে। এতে আমাদের দিগুণ ভাড়া লেগে যাচ্ছে। আমরা এ সমস্যার দ্রুত সমাধান চাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়