শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২০, ০৩:০৩ রাত
আপডেট : ১৯ নভেম্বর, ২০২০, ০৩:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীর শ্যামলী মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতালের পরিচালককে অবরুদ্ধ করে চিকিৎসক ও কর্মচারীদের বিক্ষোভ

শাহীন খন্দকার : [২] আদাবরের মাইন্ড এইড হাসপাতালে চিকিৎসার নামে জোষ্ঠ্য সহকারী পুলিশ সুপার আনিসুল করিমকে পিটিয়ে হত্যার মামলায় গ্রেপ্তার হওয়া চিকিৎসক ডা. আবদুল্লাহ আল মামুনের মুক্তির দাবিতেই প্রতিষ্ঠানটির পরিচালক ও জোষ্ঠ্য চিকিৎকদের অবরুদ্ধ করে। বুধবার মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতালে প্রায় আড়াই ঘণ্টা চিকিৎসা ও সব ধরনের কার্যক্রম বন্ধ ছিলো। ফলে হাসপাতালের রোগীরা বিভিন্ন ধরনের ভোগান্তির শিকার হয়।

[৩] পরিচালক অধ্যাপক ডা. বিধান চন্দ্র রায় পোদ্দার বলেন, আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হলেও পুলিশ এ ব্যাপারে আমাদের কোনো কিছু জানাননি, যা খুবই হতাশাজনক ব্যাপার। তবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে এ বিষয়ে অবগত করেছি। তারপর আমরা তার পরামর্শে থানায় জিডি করেছি।

[৪] ডা. মামুনকে গ্রেপ্তারের ঘটনায় আমরা সকলেই মর্মাহত হয়েছি। তবে এ বিষয়ে সমাধানের জন্য আমরা সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আনন্দোলনরতদের বলেছি, রোগীদের দুর্ভোগ হয় এমন কিছু না করতে। এ কারণে তারা রোগীদের চিকিৎসা দেওয়া শুরু করেছেন। আশা করছি সব ঠিক হয়ে যাবে।

[৫] নাম প্রকাশে অনিচ্ছুক একজন ডা. বলেন, ডা. মামুনের পরামর্শেই আনিসুলকে মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতাল থেকে আদাবরের মাইন্ড এইডে হাসপাতালে নেওয়া হয়েছিলো, তবে রোগী পাঠানোর জন্য কমিশন পেতেন তিনি।

[৬] এদিকে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা ৩ দফা আন্দোলনের দাবি জানিয়েছেন, তার মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সরকারি কর্মকর্তাকে গ্রেপ্তার করা যাবেনা। তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও সম্মানের সাথে চাকরিতে পুর্ণবহাল করার পাশাপাশি, স্বাস্থ্য অধিদপ্তর ও বিএপি এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের নেতাকর্মী এবং স্বাস্থ্যমন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে হাসপাতালের কর্মীদের কর্মপরিবেশ বাস্তবায়ন করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়