কামরুল হাসান মামুন: আওয়ামী লীগ মনোযোগ দিয়েছে ধর্মান্ধদের তোয়াজ করতে।
কামরুল হাসান মামুন: আসলে আমাদের সর্বনাশ অনেক আগেই হয়ে গেছে। আমরা টের পাইনি কারণ এতদিন বরফ থেকে পানি হতে যে latent heat বা সুপ্ততাপ লাগে আমরা সেই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। বরফ থেকে পানি হতে সুপ্ত তাপ লাগার সময় তাপমাত্রার যেমন কোন পরিবর্তন হয় না তেমনি আমাদের সমাজের চোখে পরার মত তেমন পরিবর্তন হয়নি। আজকে যা দেখছি সেটা phase transition এর ফাইনাল outcome! এখন সর্বনাশের বহিঃপ্রকাশ ঘটছে বলে আমরা অনেকেই চমকে উঠছি। কিন্তু দেশে যদি সত্যিকারের দূরদৃষ্টিসম্পন্ন নেতা থাকতো সেটা অনেক আগেই টের পেত। ওই রকম দূরদৃষ্টিসম্পন্ন নেতা নাই বলে আমরা অনেকদিন যাবৎ আমাদের সমস্যাগুলোকে ঝাড়ু দিয়ে কার্পেটের নিচে রেখে দিয়ে তৃপ্তির ঢেকুর তুলেছি এই ভেবে যে সব কিছু ঠিক আছে।
কল্পনা করা যায় একটি যুবক বিশাল একটা দা উঁচিয়ে প্রকাশ্যে লাইভে এসে একজন তারকাকে কেটে টুকরো টুকরো করার হুমকি দেয়। যুবকটির ভাষা দেখেছেন? সে নিজেকে ধার্মিক মনে করে অথচ সাকিবের মাকে নিয়েও যেই অকথ্য ভাষায় গালাগালি করল তারপরও আমাদের সত্যিকারের ধার্মিক সমাজের মানুষ থেকে কোন প্রতিবাদ দেখছি না। আরো বিস্ময়ের হলো এই হুমকি কাজেও লেগেছে। সাকিব ক্ষমাও চেয়েছে। সেটাও আবার নানা মিথ্যা বলে কারণ এই দেশে সত্য বলার পরিবেশ নেই। এইটা আরো বেশি ক্ষতিকর। এখন ওই যুবকের মত আরো যারা আছে তারা এই ঘটনায় উৎসাহিত হয়ে এইরকম আরো অনেক ঘটনার জন্ম দিবে। এই যুবককেই যদি আজ ভারত কিংবা পশ্চিমা কোন দেশে নিয়ে রাখা হয় সেকি ওখানে থেকে এই একই হুমকি দিতে পারতো? অর্থাৎ সে এইটা এখান থেকে করতে পেরেছে কারণ তার মগজে এইটা গেঁথে গেছে এইটা এখানে করলে কিছু হবে না বরং অনেকেই বাহবা দিবে, প্রচুর লাইক পাবে। এইজন্যই আমি সবসময় বলি একটি দেশে যখন একই মতের ও একই ধর্মের মানুষ বেশি হয়ে যায় সেইটা আর ভালো ও সুস্থ্য না থাকারই সম্ভবনা বেশি। আর যদি সত্যিকার শিক্ষার অভাব থাকে তাহলেতো কথাই নেই।
বর্তমান আওয়ামীলীগ কেবল ক্ষমতায় টিকে থাকার জন্য যা করল তার যের আমাদের টানতে হবে হাজার বছর ধরে। এইটা অপূরণীয় ক্ষতি। আমরা সমাজে একটা narrative প্রতিষ্ঠিত করে ফেলেছি আর সেটা হলো আওয়ামীলীগের বিকল্প নেই। এইটা একটা ডেঞ্জারাস narrative! এই narrative এর ক্ষতি এতদিন পর স্পষ্ট হচ্ছে। এই narrative এর কারণে আওয়ামীগকে প্রগতিশীলদের আর তোয়াজ করতে হয় না। ধরেই নিয়েছে এদের সাপোর্ট by default আওয়ামীলীগ পাবেই। আওয়ামীলীগ তাই মনোযোগ দিয়েছে ধর্মান্ধদের তোয়াজ করতে। কারো বিকল্প নেই এই ভাবনা যে কত মস্ত বড় ক্ষতিকর তা ভাষায় প্রকাশ করা সম্ভব না। ফেসবুক থেকে