শিরোনাম
◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২০, ০৯:৫৮ সকাল
আপডেট : ১৭ নভেম্বর, ২০২০, ০৯:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ছোটবেলা কেটেছে রামায়ণ ও মহাভারতের কাহিনী শুনে: আত্মজীবনিতে বারাক ওবামা

লিহান লিমা: [২] আত্মজীবনিমূলক বই ‘অ্যা প্রমিজড ল্যান্ড’ এ ২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন হতে প্রেসিডেন্সির শেষ পর্যন্ত নানা ঘটনা তুলে ধরেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এই বইতে কয়েক দফায় উঠে এসেছে ভারতবর্ষের ইতিহাস। ইয়ন/টাইমস অব ইন্ডিয়া

[৩]ওবামা জানান, ২০১০ সালে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথমবারের মতো আমি ভারত সফর করি। কিন্তু বিপুল পরিমাণ জনসংখ্যা, সম্প্রদায় ও ভাষাগত বৈচিত্রের কারণে ভারত আমার কল্পনার জায়গা বিশেষ স্থান দখল করে রেখেছিলো। ছোটোবেলায় ইন্দোনেশিয়ায় থাকাকালীন কলেজের পাকিস্তানি ও ভারতীয় বন্ধুদের কাছ থেকে আমি শুনেছিলাম ভারতের দুই মহাকাব্য রামায়ণ, মহাভারতের কাহিনী। পূর্ব গোলার্ধের ধর্মচর্চা নিয়ে আগ্রহের কারণে আমি এসব মন দিয়ে শুনতাম। তারা আমাকে ডাল আর কিমা রান্না করতে শিখেয়েছিলো। আমরা একসঙ্গে বলিউডের গান শুনতাম।

[৪] বইতে ভারতের রাজনীতি নিয়েও নানা মন্তব্য করেছেন ওবামা। স্পষ্টভাবে বিজেপির ‘বিভাজন ও সাম্প্রদায়িক রাজনীতি’র নিন্দা জানিয়েছেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ‘আকর্ষিক কিন্তু অপরিণত ও অনভিজ্ঞ’ বলে মন্তব্য করেছেন। সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে ‘ন্যায়পরায়ণ, নিরসক্ত’ বলে অভিহিত করেছেন তিনি।

[৫]ওবামা বইতে লেখেন, ভারতীয় রাজনীতি ধর্ম ও সাম্প্রদায়িকতার মধ্যেই নিমজ্জিত। মনমোহন সিংয়ের প্রধানমন্ত্রী হওয়ার পেছনে সোনিয়া গান্ধীর রাজনৈতিক সমীকরণ ছিলো। একাধিক রাজনৈতিক বিশেষজ্ঞ মনে করেন, জাতীয় রাজনীতিতে কোনও ভিত না থাকা একজন অগ্রজ শিখ নেতা তাঁর চল্লিশ বছরের ছেলের জন্য ঝুঁকি হবেন না এটি ভেবেই সোনিয়া তাকে প্রধানমন্ত্রী করেন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়