শিরোনাম
◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা ◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ◈ ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল পুরোপুরি বন্ধ  ◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল ◈ ভারতের ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা এক‌টি হাসপাতা‌লে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান করলেন ◈ হাসিনা বিরোধীদের দমন করতেন হিটলারের মতো: ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান ◈ যমুনা অভিমুখে বেসরকারি প্রাথমিক শিক্ষকরা, পুলিশের জলকামান–সাউন্ড গ্রেনেড নিক্ষেপ (ভিডিও) ◈ বিবিএসের নামসহ বদলে যাচ্ছে অনেক কিছু, আসছে আমূল পরিবর্তন

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২০, ০৬:৪৯ সকাল
আপডেট : ১৭ নভেম্বর, ২০২০, ০৬:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘অবৈধ’ ঘোষণার বিরুদ্ধে আপিল করবে প্রযোজক পরিবেশক সমিতির বাতিল হওয়া কমিটি

ইমরুল শাহেদ : গতিশীল বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির কার্যক্রম হঠাৎ করেই থমকে গেছে। বর্তমানে যে কমিটি এই সমিতির নেতৃত্ব দিচ্ছিল এবং সমিতির স্বার্থ সংরক্ষণে কাজ করছিল তা দীর্ঘদিনের বন্ধ্যাত্ব কাটিয়ে নেতৃত্বে এসেছিল। এই নেতৃত্বকে অবৈধ ঘোষণা করে পুনরায় প্রশাসক নিয়োগ করা হয়েছে। শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের অভিযোগ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয় দুটি পৃথক আদেশে বলেছে, বাংলাদেশ প্রযোজক ও পরিবেশক সমিতির ২০১৯-২০২১ মেয়াদী নির্বাচনে অনিয়মের বিরুদ্ধে জায়েদ খানের অভিযোগের প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয়ের একজন উপসচিবকে অভিযোগের বিষয়সমূহ তদন্ত করে প্রতিবেদন প্রেরণের দায়িত্ব প্রদান করা হয়। তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হয়।

আদেশে আরও বলা হয়, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির ২০১৯-২০২১ কার্যনির্বাহী পরিষদের কমিটি বাতিল করে উক্ত সমিতির কার্যক্রম সঠিকভাবে পরিচালনা এবং নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে বাণিজ্য সংগঠন অধ্যাদেশ, ১৯৬১ এর ১০ ধারা মোতাবেক খন্দকার নূরুল হক, উপসচিব, বাণিজ্য মন্ত্রণালয়কে বাংলাদেশ প্রযোজক ও পরিবেশক সমিতির প্রশাসক নিয়োগ করা হলো। তিনি দায়িত্ব গ্রহণের ১২০ (একশত বিশ) দিন সময়ের মধ্যে সংগঠনের দৈনন্দিন কাজ পরিচালনাসহ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরপূর্বক এ মন্ত্রণালয়কে অবহিত করবেন। এদিকে জায়েদ খানের কাজে কোন বাঁধা নেই বলে পৃথক আদেশ দেয়া হয়।

বাণিজ্য মন্ত্রণালয় থেকে অবৈধ বলা কমিটির সভাপতি খোরশেদ আলম খসরু বলেন, ‘আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের এই আদেশের বিরুদ্ধে আপিল করব। কারণ এখানে আপিল করার সুযোগ রয়েছে। এ ব্যাপারে এখন আর বিস্তারিত কিছু বলতে চাই না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়