শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২০, ০৯:২৮ সকাল
আপডেট : ০৬ নভেম্বর, ২০২০, ০৯:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক বৌ নিয়ে দুই স্বামীর টানাটানি

নিউজ ডেস্ক : এক বধূকে নিয়ে দুই যুবকের টানাটানি। দুজনেরই দাবি, তারা ওই বধূর স্বামী। এতে বাকবিতণ্ডা মুহূর্তেই রূপ নেয় সংঘর্ষে। এ ঘটনায় বধূসহ দুই যুবককে পাঠানো হয় নারায়ণগঞ্জ সদর থানায়।

বৃহস্পতিবার বিকালে চাষাড়ার কেন্দ্রীয় শহীদ মিনারে এভাবেই ওই মেয়েকে পেয়ে টানা-হেঁচড়া শুরু করেন দুই যুবক।

ওই নারীর নাম সুরভী। তিনি কেরানীগঞ্জের বাসিন্দা রজ্জব আলীর মেয়ে। আর প্রথম স্বামী দাবি করা আকাশ আহমেদ রাজধানীর কামরাঙ্গীচরের বাসিন্দা ফারুক আহমেদের ছেলে। দ্বিতীয় স্বামী দাবি করা মেহেদী হাসান নারায়ণগঞ্জের বাসিন্দা।

আকাশ আহমেদ বলেন, দুই বছর আগে সুরভী আক্তারের বিয়ে হয় তার সঙ্গে। কোলে থাকা ৬ মাসের শিশু আল-আমিন তার সন্তান। কিছুদিন পূর্বে আমার ছেলেকে নিয়ে সুরভী পালিয়ে গিয়েছিল। তার অবস্থান শনাক্ত করতে পেরে সুরভীর বাবা-মাকে নিয়ে ধরতে এসেছি।

এদিকে মেহেদী হাসানে বলেন, ওর সঙ্গে আমার ফেসবুকে পরিচয়। এক মাস আগে আমাদের বিয়ে হয়েছে। বিয়ের সময় আমাকে বলেছিল ওর ডিভোর্স হয়েছে। আজকে ওর আগের সংসারের লোকজন বাচ্চাকে দেখতে এসেছে। কিন্তু এখন ওই সংসারের লোকজন বলছে যে তাদের নাকি ডিভোর্স হয় নাই। তারা আমার স্ত্রীকে নিয়ে যাবে।

তবে আকাশ আহমেদকে অস্বীকার করে সুরভী আক্তার বলেন, আকাশ আমার স্বামী না। আমি ওর সঙ্গে যাব না। আমি মেহেদীর সঙ্গে থাকতে চাই। আমি ফেরত যেতে চাই না। এসময় আকাশ বিভিন্ন সময় মারধর করতো বলেও অভিযোগ করেন সুরভী।

এ ব্যাপার নারায়ণগঞ্জ সদর মডেল থানার আসাদুজ্জামান বলেন, আমরা তিনজনকেই আটক করে রেখেছি। তদন্ত হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। ইত্তেফাক

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়