আসিফুজ্জামান পৃথিল: [২] শেষ খবর পাওয়া পর্যন্ত ৪৩৫টি আসনের মধ্যে ১৮১টি জিতে নিয়েছেন রিপাবলিকানরা। আর ডেমোক্রেটরা পেয়েছেন ১৮৮ আসন। অন্য দল বা স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন ২ আসন।
[৩] কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে চায় স্পিকার ন্যান্সি পেলোসির নেতৃত্বে ডেমোক্রেটরা। মোট আসন রয়েছে ৪৩৫টি। এর বাইরে ভোটক্ষমতাহীন ৬ জন ডেলিগেট নির্বাচিত হবেন ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া ও মার্কিন টেরিটরিগুলো থেকে। এটি ১১৭তম মার্কিন কংগ্রেস নির্বাচন।