রাজু চৌধুরী: [২] গত তিনদিন ধরে নিখোঁজ সাংবাদিক গোলাম সরওয়ারকে অজ্ঞান অবস্থায় সীতাকুণ্ডের কুমিরা এলাকায় পাওয়া গেছে। পুলিশ যখন গোলাম সরোয়ারকে উদ্ধার করে তখন তিনি কিছুটা কথা বলতে পারছিলেন। স্যান্ডো গেঞ্জি ও হাফ প্যান্ট পরিহিত এ সংবাদকর্মীর সঙ্গে পুলিশ এবং স্থানীয় সাংবাদিকরা কথা বলার চেষ্টা করছিলেন। এ ঘটনার একটি ভিডিও চিত্র প্রকাশ পেয়েছে। এতে দেখা যায়, সরোয়ার সবার পা জড়িয়ে ধরার চেষ্টা করে বলতে থাকেন, ‘ভাই, আমারে মাইরেন না। আমি আর নিউজ করব না।’
[৩] জানা গেছে, বড় কুমিরা বাজার এলাকার একটা খালের পাড়ে তাকে পাওয়া যায় স্থানীয়রা জানান, গায়ে কাপড়চোপড় ছিল না। তিনি নিজেই পরিচয় দিয়েছেন যে তিনি একজন সাংবাদিক। পরে তিনি বিভিন্ন সাংবাদিকদের সাথে যোগাযোগ করেছেন। স্থানীয় লোকজন থানায় খবর দেন।স্থানীয়রা প্রথমে তাকে উদ্ধার করে একটি ডেকোরেশনের দোকানে নিয়ে যায় তার পরপরই সাংবাদিক গোলাম সরওয়ারকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এরপর তৃতীয় তলার ১৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। এ সময় বিপুলসংখ্যক পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি সাংবাদিক নেতা, সহকর্মী ও স্বজনরা উপস্থিত ছিলেন। সাংবাদিক গোলাম সরওয়ারকে চমেকে ১৪ নম্বর ওয়ার্ডে রাখা হয়েছে, চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করছেন।
এইদিকে রাত দশটার কিছুু সময় পরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর সাংবাদিক গোলাম সরওয়ারকে দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান এই সময় তাঁর সাথে সিনিয়র সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) নোবেল চাকমা এবং কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মহসীন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল থেকে নিখোঁজ হন সাংবাদিক গোলাম সরওয়ার। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি করেন আজকের সূর্যোদয়'র সহকারী সম্পাদক ও গোলাম সরওয়ারের সহকর্মী জুবায়ের সিদ্দিকী। গোলাম সরওয়ার আজকের সূর্যোদয় চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার ও অনলাইন পোর্টাল সিটি নিউজ বিডি ডট কমের নির্বাহী সম্পাদক ও প্রকাশক হিসেবে কর্মরত রয়েছেন।