গোলাম সারোয়ার: [২] জেলার আশুগঞ্জ উপজেলার তালশহর গ্রামীণ সড়কে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে উপজেলার প্রেমতলা গ্রামের মৃত আব্দুল বারিকের ছেলে মো. রব্বানী (৫৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
[৩] শনিবার (৩১ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।
[৪] পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায় নিহত রব্বানী একজন মুদি ব্যবসায়ি,অটোরিকশা যোগে দোকানের মালামাল আনতে যাবার সময় এ ঘটনা ঘটে। খবর পেয়ে এলাকাবাসী তাকে উদ্ধার করে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এতে আহত হয় আরো একজন প্রতিবন্ধী সোলাইমান (৩৬) ।তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
[৫] বিষয়টি জানাজানি হলে আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাবেদ মাহমুদ ও আশুগঞ্জ সদর ইউপি, চেয়ারম্যান মোঃ সালাউদ্দিন ও তারুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়াম্যান হাজী মো.বাদল ছাদিরের উপস্থিতিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফন করার সিদ্ধান্ত নেয়া হয়।
[৬] এ ব্যাপারে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সালাউদ্দিন জানান নিহতের পরিবারের পক্ষ থেকে কারো বিরুদ্ধে অভিযোগ না থাকায় প্রশাসনের কাছে মুচলেকার মাধ্যমে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়। সম্পাদনা: সাদেক আলী