স্পোর্টস ডেস্ক : [২] ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৬ উইকেটে জিতেছে চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের এই জয়ের ভীত গড়ে দেবার কৃতিত্ব উদীয়মান উদ্বোধনী ব্যাটসম্যান ঋতুরাজ গায়কোয়াড়ের। তাই তো এই উদ্বোধনী ব্যাটসম্যানের ভূয়সী প্রশংসা করেছেন চেন্নাইয়ের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং।
[৩] আইপিএলের চেন্নাইয়ের বিপক্ষের ২৯ অক্টোবর বৃহস্পতিবারের ম্যাচটি ছিল কলকাতার জন্য বেশ গুরুত্বপূর্ণ। টসে হেরে শুরুতে ব্যাট করে ৫ উইকেটের খরচায় ১৭৩ রান সংগ্রহ করে ম্যাককলামের শীষ্যরা। জবাবে ব্যাট করতে নেমে চেন্নাইয়ের উদীয়মান ব্যাটসম্যান গায়কোয়াড়ের ৫৩ বলে ৭২ রানে রানে ভর করে দুর্দান্ত এক জয় পায় চেন্নাই। - ক্রিকইনফো
[৪] গায়কোয়াড় তার দুর্দান্ত এই পারফরম্যান্সের কারণে চারদিক থেকেই বেশ প্রশংসা কুড়াচ্ছেন। কেননা চেন্নাইয়ের এই ব্যাটসম্যান আইপিএলের শুরুতে করোনায় আক্রান্ত হয়ে প্রায় ১ মাস আইসোলেশনে ছিলেন। মাঠে ফেরার জন্য প্রস্তুত হতেও বেশ সময় লেগেছিল তার।
[৫] গায়কোয়াড়কে একজন পরিপূর্ণ খেলোয়াড় আখ্যা দিয়ে তার প্রশংসায় পঞ্চমুখ চেন্নাইয়ের কোচ ফ্লেমিং। নিজেদের শেষ দিকে ম্যাচগুলোতে তার জন্য সুযোগ তৈরি করে দিতে পারায় বেশ খুশি নিউজিল্যান্ডের এই সাবেক ক্রিকেটার। সেই সঙ্গে গায়কোয়াড়ও নিজেকে প্রমাণ করতে পেরেছেন বলেও মত তার।
[৬] ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত কয়েকটি ম্যাচে সে অসাধারণ করেছে। আমরা খুশি যে সে সুযোগটাকে কাজে লাগিয়েছে। কোভিডের কারণে সে বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করেছিল। মৌসুমের শুরুর দিকটায় সে খেলতে পারেনি।
[৭] গত ৪-৫ সপ্তাহ আইসোলেশনের থাকার পর সে মাঠে ফিরে এসেছে। আমরা তাকে দলে অন্তভূক্ত করতে চেয়েছিলাম কিন্তু তার প্রস্তুত হবে দীর্ঘ সময় লেগেছিল। তবে আমরা তার জন্য সুযোগ তৈরি করে দিতে পারায় বেশ খুশি। সে প্রমাণ করেছে যে সেই পরিপূর্ণ খেলোয়াড়। - ক্রিকফ্রেঞ্জি/ ক্রিকইনফো