শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২০, ০৫:৫৬ সকাল
আপডেট : ৩০ অক্টোবর, ২০২০, ০৫:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মানুষ বড়ই অকৃতজ্ঞ !

হ্যাপি আক্তার: [২] আমার এক সহকর্মীর খালুর ১টা শিপ এক দিনে ডুবে যায় । ঐ তিনটা শিপ উঠাতে গিয়ে যা ব্যাংকে জমা ছিল তাও গেল কিন্তু একটা শিপও উদ্ধার হলো না । একজন কোটিপতি এক নিমিষেই নিঃস্ব !

[৩] চাঁদপুরের এক ধনাঢ্য ব্যক্তি এখন নামাজ শেষে মসজিদের সামনে মুখ ঢেকে হাত পাতে। শুধুই হাত পেতে থাকে, লজ্জায় মুখে কিছু বলে না। সারাজীবন মানুষকে দেয়া হাত দুটো এখন মানুষের কাছে হাত পাতে। সব ভাঙতে ভাঙতে শেষমেষ ভিটে মাটিও গিলে ফেলে রাক্ষুসে নদী ।

[৪] রোড এক্সিডেন্টে এক মাইক্রো বাসের সবাই স্পট ডেথ । গাড়ীতে ছিল স্বামী, স্ত্রী আর তাদের একমাত্র ছেলে, মাত্র ভার্সিটি পাশ করলো । ছেলেকে বিয়ে করাবে, মেয়ে দেখতে বাড়ী যাচ্ছিল । ঢাকা শহরের পাঁচ তলা বাড়ীটির সব মালিক এখন কবরে । আত্নীয় স্বজনে এখন বাড়ীর দখল নিয়ে মারামারি । কার বাড়ি কে দখল নেয় !

[৫] মরফিক সাহেব খুব হিসাবী লোক। সারাটা জীবন প্ল্যান মাফিক চলেছেন। বুড়ো বয়সে চিকিৎসার জন্য যে হেলথ ইন্সুরেন্স করে রেখেছিলেন সেটাতেও কাজ হলো না। এমন অসুখ ধরা পড়েছে যে, সব টাকা শেষ। এখন বাড়ী বিক্রি করতে গিয়ে বিপত্তি। ছেলেরা দিবে না। বুড়ো মানুষ বাঁচবে আর কত দিন, বাড়ী বিক্রি করে সব পথে বসবে নাকি!

[৬] এরকম কত ঘটনা আমাদের সবার সামনে ঘটে যাচ্ছে। আমরা দেখছি আর চোখ বন্ধ রেখে ব্যাংক ভরছি। নিরাপদ ভবিষ্যতের জন্য কতই না পেরেশান আমরা! অথচ সম্পদ কখনই ভবিষ্যত নিরাপত্তার গ্যারান্টী নয়। আমরা জানি কিন্তু মানি না। সবচেয়ে রুঢ় বাস্তবতা হচ্ছে, যে যত বেশি সম্পদের উপর ভর করে বাঁচতে চায়, আল্লাহ তাকে তত বেশি তার সম্পদের উপর নির্ভরশীল করে দেন।

[৭] আপনি পরিশ্রম, মেধা আর শিক্ষার জোরে আজ এত উপরে, এ ধারণাটা ভূল । আমরা ভূলে যাই আল্লাহর দয়ার কথা। আমার চেয়ে কত যোগ্যতা সম্পন্ন মানুষ আমার চেয়ে কত নীচে পড়ে আছে!

[৮] সকালে স্কুলে বাচ্চাকে নামিয়ে দেয়ার পথে, গাড়ীর গ্লাস নামিয়ে, ছুটে আসা সম বয়সী ছেলেটাকে আপনার ছেলে যে ভিক্ষেটা দেয়, ঐ ভিক্ষেটা নেয়ার জন্য আপনার ছেলেও ছুটে আসতো পারতো এবং বর্তমান অবস্হা থেকে ঐ অবস্হাতে ফেলতে খুব বেমি সময় লাগবে না যদি তিনি চান। আমরা অহংকার করি, আর আমরা ভুলে যাই।

[৯] বেশির ভাগ সম্পদশালীরা, যিনি দিয়েছেন তাঁকে ভুলে গিয়ে সম্পদ আকঁড়ে ধরে বাঁচতে চায় । অকৃতজ্ঞতা আর অহমিকায় ভোগে।

অথচ দরিদ্র আর পিছিয়ে পড়ারাই আল্লাহকে বেশি ডাকে, বিনয় আর ভরসা করে শুধুই আল্লাহর ।

মানুষ বড়ই অকৃতজ্ঞ।
সূরা বনি ইসরাঈল: ৬৭, সূরা হজ্জ্ব: ৬৬, সূরা ঝুখরুফ: ৪৮ ও সূরা আদিয়াত: ৬

ভরসাকারীদের আল্লাহর উপরই ভরসা করা উচিত ।
সুরা ইব্রাহীম :১২

  • সর্বশেষ
  • জনপ্রিয়