শিরোনাম
◈ ডিবি হারুন-অর-রশিদের ‘মুখোমুখি ইউনূস’ ভিডিও ভুয়া: যুক্তরাষ্ট্রে তিনি প্রকাশ্যে আসেননি ◈ জুলাই সনদে সই করেছেন যেসব দলের নেতারা ◈ ডিএমপির ঊর্ধ্বতন ৪ কর্মকর্তার রদবদল ◈ আমেরিকায় গ্রিন কার্ড লটারি থেকে ৩ বছরের জন্য বাদ ভারত ◈ অর্থবছরের প্রথম ৩ মাসে রেকর্ড রাজস্ব আদায় ◈ আবারও জেন জি’দের বিক্ষোভ, এবার উত্তাল পেরু, পদত্যাগে অস্বীকৃতি প্রেসিডেন্ট হোসে জেরির, জরুরি অবস্থা জারি (ভিডিও) ◈ আসামে সেনা ক্যাম্পে উলফা জঙ্গিদের গুলিবর্ষণ, তিন সেনা সদস্য আহত ◈ জুলাই সনদ স্বাক্ষরের দিনে ‘জুলাই যোদ্ধাদের রাস্তায় নামা লজ্জাজনক’, মন্তব্য জামায়াত আমির শফিকুর রহমানের ◈ আসলে জুলাই যোদ্ধা কারা, গণঅভ্যুত্থানে হতাহতদের নিয়ে কেন বিতর্ক? ◈ ফুটবল নি‌য়ে তৃণমূ‌লে অসাধারণ কা‌জের জন‌্য এএফসির পুরস্কার পেলো বাফুফে

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২০, ০৮:৩৫ সকাল
আপডেট : ২৯ অক্টোবর, ২০২০, ০৮:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইসিসির চেয়ারম্যান পদে এগিয়ে খাজা-বার্কলে

স্পোর্টস ডেস্ক : [২] চলতি বছরের জুলাইয়ে শশাঙ্ক মনোহর পদত্যাগ করার পর থেকে আইসিসি চেয়ারম্যানের আসন এখন ফাঁকা। ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ইমরান খাজা দায়িত্ব পালন করছেন। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার শীর্ষ ব্যক্তি নির্ধারণ নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে আলোচনা। সবশেষ সিদ্ধান্ত হয় আসন্ন ডিসেম্বরে প্রথম দিকেই নতুন চেয়ারম্যান নির্বাচন করা হবে। এর জন্য নীতিমালাও তৈরি করে দেওয়া হয়েছে।

[৩] আইসিসির হট সিটটিতে কে বসতে যাচ্ছেন, সেই নিয়ে জল্পনা-কল্পনা ছিল। দু’জন ব্যক্তির অবস্থান সেখানে পোক্ত ছিল যাদের একজন কলিন গ্রেভস ও অপরজন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। তবে সৌরভ এই পদে বসার জন্য এখনই উপযুক্ত সময় হিসেবে দেখছেন না। যার কারণে ৭২ বছর বয়সী গ্রেভসের সম্ভাবনায়ই ছিল প্রবল। কিন্তু, পর্যাপ্ত সমর্থন না পাওয়ায় চেয়ারম্যান পদের দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন গ্রেভস।

[৪] বর্তমানে আইসিসির প্রধান হওয়ার দৌড়ে এগিয়ে আছেন দু’জন প্রার্থী। যাদের একজন বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা ইমরান খাজা এবং অপরজন গ্রেগ বার্কলে। এর মধ্যে খাজা সিঙ্গাপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি।

[৫] ২০০৮ সাল থেকে আইসিসিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন তিনি। ২০১৭ সালে খাজা আইসিসির ডেপুটি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। সবশেষ জুনে শশাঙ্ক মনোহর পদত্যাগ করায় আইসিসির অন্তর্বতীকালীন চেয়ারম্যান হিসাবে কাজ করছেন তিনি।

[৬] অপরদিকে বার্কলে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের (এনজেডসি) বর্তমান সভাপতি। ২০১৪ সালে এনজেডসি পরিচালক হিসেবে আইসিসির বোর্ডে যোগদান করেছিলেন। পরবর্তীতে ২০১৬ সালে এনজেডসি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন। আইসিসিতে মনোহরের সময়কালে গুরুত্বপূর্ণ পদে দক্ষতার সাথেই দায়িত্ব পালন করেছেন বার্কলেও।

[৭] এই দু’জনের মধ্যে বেশ জমজমাট লড়াই হবে বলেই ধারণা করা হচ্ছে। ব্যক্তিত্ব গুণে ও সুদৃঢ় মন্তব্যের জন্য আইসিসি বোর্ডেও জনপ্রিয় দু’জন। খাজা-বার্কলের মধ্যেই যেকোনো একজন আইসিসির শীর্ষ পদের আসনে বসতে যাচ্ছেন, সেই গুঞ্জনই চলছে। বাকি কাজটা হবে ভোটের মাধ্যমেই। - আনন্দ বাজার

  • সর্বশেষ
  • জনপ্রিয়