শিরোনাম
◈ জোটের আসন ভাগাভাগি নিয়ে জামায়াত-ইসলামী আন্দোলন টানাপোড়েন ◈ স্প্যানিশ সুপার কাপেও পাওয়া যা‌বে না এমবাপে‌কে ◈ সাবেক ক্রিকেটার নয়, আ‌মি নি‌জে‌কে কোচ হিসেবে প‌রিচয় দি‌তে চাই: আব্দুর রাজ্জাক ◈ ২৩ বছর পর ঠাকুরগাঁওয়ে পা দেবেন তারেক রহমান, বরণে প্রস্তুত বিএনপি নেতাকর্মীরা ◈ ৬.৭ ডিগ্রিতে নেমে এলো নওগাঁর তাপমাত্রা, শীতে বিপর্যস্ত জনজীবন ◈ জকসু নির্বাচন: প্রাথমিক ফলাফলে ভিপি ও জিএস সহ শীর্ষ তিন পদে এগিয়ে ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা ◈ হাদি হত্যায় চার্জশিট প্রত্যাখ্যান ইনকিলাব মঞ্চের: রাষ্ট্রযন্ত্র জড়িত থাকার দাবি ◈ প্রশাসনের আশ্বাসে সুন্দরবনে নৌযান ধর্মঘট প্রত্যাহার ◈ ক্রিকবাজের দাবি: আপাতত বাংলাদেশের অনুরোধে সাড়া দেয়নি আইসিসি ◈ রাজধানীতে আরেক হত্যাকাণ্ড: কদমতলীতে ভাঙারি ব্যবসায়ী নিহত

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২০, ০৭:০৮ সকাল
আপডেট : ২৯ অক্টোবর, ২০২০, ০৭:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঝিনাইদহে বিকাশ এজেন্ট ব্যবসায়ী কুপিয়ে জখম

ফিরোজ আহম্মেদ: [২] ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নে এক বিকাশ এজেন্ট ব্যবসায়ীকে মারাত্বকভাবে কুপিয়ে জখম করেছে দূবৃত্তরা।

[৩] বুধবার (২৮ অক্টোবর) রাত ১০টা ৪৫মিনিটে বাড়ি আসার পথে চেউনিয়া গ্রামের হারুনের বাড়ির সামনে ঘটনাটি ঘটে।

[৪] এজেন্ট ব্যবসায়ী রাজু আহম্মেদ (৩৫) চেউনিয়া গ্রামের রফি মন্ডলের ছেলে। রাজু মহারাজপুর ইউনিয়নে দোকানঘরে ব্যবসা পরিচালনা করে থাকে।

[৫] আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজন হওয়াই তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল ভর্তি করা হয়েছে।

[৬] পরিবারের দাবি, রাজুর ঘাড়ের পিছনে চাইনিচ কুড়াল দিয়ে কোপ দেয়া হয়েছে এবং বাম হাত ক্ষতবিক্ষত করে কাছে থাকা নগদ অর্থসহ মোবাইল সেট নিয়ে গেছে একই গ্রামের ইরাদুলের ছেলে ইমন (১৭)। সে কালীগঞ্জের হাসান স্যানেটারিতে কাজ করে থাকে।ইমন দীর্ঘ দিন ধরে এলাকায় চুরিসহ নানা অপকর্মের সাথে জড়িত। ৮মাস আগে নিজ গ্রামের সিদ্দিকের ছেলে হৃদয়ের মোবাইল চুরি করে থাকে এই ইমন। ইমন সংঘবদ্ধ চক্রের সাথে জড়িত। দীর্ঘ দিন ধরে মহারাজপুর ও নলডাঙ্গা ইউনিয়নে এই চক্রটি বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে। রাজুকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে রাস্তায় দাড়িয়ে থাকা মটর সাইকেলে করে তারা পালিয়ে যায়।

[৭] ঘটনা ঘটার পর রাতে ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়