শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২০, ০৯:৩৭ সকাল
আপডেট : ২৬ অক্টোবর, ২০২০, ০৯:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগামী সপ্তাহে ব্রিটেনের হাসপাতালগুলোতে কোভিড ভ্যাকসিন সরবরাহ শুরু

রাশিদুল ইসলাম : [২] দোসরা নভেম্বর থেকে লন্ডনের হাসপাতালগুলোতে এ্যাস্ট্রাজেনেকার কোভিড ভ্যাকসিন সরবরাহ শুরু হয়ে যাবে। ব্রিটিশ সরকার ১০ কোটি ভ্যাকসিন কেনার জন্যে আগাম অর্থ দিয়ে রেখেছে অক্সফোর্ড ইউনিভার্সিটিকে। হাসপাতালগুলো এ ভ্যাকসিন নেয়ার প্রস্তুতি নিয়ে রাখছে। মিরর/সান

[৩] তবে এ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিয়ে এখনো ট্রায়াল চলছে। ট্রায়াল শেষ হবার পর সবুজ সংকেত পাওয়ার পরই হাসপাতালে কোভিড রোগীদের এ ভ্যাকসিন দেয়া শুরু হবে।

[৪] কিছু ক্লিনিক্যাল ট্রায়াল আপাতত বন্ধ রাখা হয়েছে কারণ কোভিড মোকাবেলায় ফ্রন্টলাইন কর্মীদের টিকা দেয়ার জন্যে অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থাও নেয়া হয়েছে। ভ্যাকসিন পরীক্ষার চূড়ান্ত পর্ব চলছে বিধায় ব্রিটিশ স্বাস্থ্য কর্মকর্তারা আগামী ক্রিসমাসের আগেই ভ্যাকসিন ব্যবহার শুরু করতে চাচ্ছেন।

[৫] পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে কথা বলেও রাখা হয়েছে যাতে প্রয়োজনের সময় ভ্যাকসিন সরবরাহে নিরাপত্তা নিশ্চিত করা যায়। ভ্যাকসিন প্রয়োগে হাসপাতালের স্বাস্থ্যকর্মীদেরও প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে জর্জ এলিয়ট হাসপাতালের একটি সূত্র।

[৬] ব্রিটেনের স্বাস্থ্য বিভাগের এক মুখপাত্র জানান ভ্যাকসিন নিরাপদ ও কার্যকর প্রমাণিত হওয়ার পরই তার প্রয়োগ শুরু হবে। এজন্যে ভ্যাকসিন ট্রায়ালের ট্রাক রেকর্ড বিশ্লেষণ করে দেখা হচ্ছে। যথাযথ অনুমোদনের পর তা সরবরাহ শুরু হবে।

[৭] ব্রিটেন সরকার ইতিমধ্যে ৬টি প্রটোটাইপ ধরনের ৩৪ কোটি ভ্যাকসিন প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছে। তবে ব্রিটেনের ভ্যাকসিন টাস্কফোর্স প্রধান কেট বিংহাম বলেছেন ভ্যাকসিন মজুদে পূর্ণ নিশ্চয়তা এখনো মেলেনি। এবং প্রয়োজনে একই ব্যক্তির জন্যে একাধিক ভ্যাকসিন লাগতে পারে। আংশিক কার্যকর ভ্যাকসিনের চেয়ে ভ্যাকসিন না দেয়াই বরং ভাল। এর আগে ফ্লু’র ক্ষেত্রে ভ্যাকসিন অর্ধেক কার্যকর হয়েছিল বলেও তিনি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়