শংকর মৈত্র: মত প্রকাশের স্বাধীনতা মানে কী?
শংকর মৈত্র: মত প্রকাশের স্বাধীনতা মানে কী এটা বলা যে দেশের ৫৬০ টি থানার ওসি হিন্দু?
মত প্রকাশের স্বাধীনতা কী এটা বলা যে দেশের ক্ষমতার পরিবর্তন করতে হলে আরেকটা ১৫ আগষ্ট দরকার?
বিদেশে বসে কথিত সাংবাদিক ইলিয়াস কিংবা কনক, পঁচা বাম পিনাকী ভট্টাচার্য কিংবা চাকরিচ্যুত মেজর দেলোয়ার যা বলছেন তা কী মত প্রকাশের স্বাধীনতা? তারা যে ভাষায় কথা বলে, যেসব মিথ্যা তথ্য দেয় সেগুলো কী সরকারের বিরুদ্ধে সমালোচনা?
যারা এদের বক্তব্যকে মতপ্রকাশের স্বাধীনতা বলছেন, স্যরি, আমি তাদের সঙ্গে একমত হতে পারলাম না। ফেসবুক থেকে