শরীফ শাওন: [২] সম্মিলিত পরিষদের সংগঠক ও বিজিএমইএর সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, সকলের সম্মতিতে সংগঠন থেকে ফারুক হাসানকে প্যানেল নেতা হিসেবে চূড়ান্ত প্রার্থী নির্বাচন করা হয়েছে। ইতোপূর্বে তিনি বিজিএমইএর সহ সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি বলেন, এ পর্যন্ত পরিষদ থেকে ১১ জন সভাপতি নির্বাচিত হয়েছেন।
[৪] ফোরামের সংগঠক ও বিজিএমইএর সহ সভাপতি এম এ রহিম ফিরোজ বলেন, আমরা শিগগিরই প্রার্থী ঘোষণা করবো, তাড়াতাড়ি প্যানেল ঘোষণা করা হলে ক্যাম্পিংয়ে সুবিধা হবে।
[৫] ভোটাররা জানান, আমরা সমঝোতার ভিত্তিতে নির্বাচন চাই না। সচ্ছতার সঙ্গে নির্বাচন ও ভোটারদের মূল্যায়ন করা হলে আমরা অবশ্যই অংশগ্রহণ করবো।
[৬] আড়াই হাজার ভোটারের অংশগ্রহণে ৩৫ সদস্যের পরিচালনা পর্ষদ নির্বাচন করা হয়। প্রতি ২ বছর পরপর বিজিএমইএ পরিচালনা পর্ষদ গঠন হয়ে থাকে। মুলত সম্মিলিত পরিষদ ও ফোরাম নামের দুটি সংগঠনের মধ্যে এই নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতা চলে।
[৭] বর্তমানে তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান মালিকদের সংগঠন বিজিএমইএ’তে সভাপতি হিসেবে রয়েছেন ড. রুবানা হক। ফোরাম থেকে এ পর্যন্ত ৪ জন সভাপতির দায়িত্ব পালন করেন। রুবানা হক, ফোরামের প্রধান নেতা প্রয়াত মেয়র আনিসুল হকের স্ত্রী।