শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২০, ০৯:৩৯ সকাল
আপডেট : ২৫ অক্টোবর, ২০২০, ০৯:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিসিবি সিধান্ত নেবে কর্পোরেট টি-টোয়েন্টি টুর্নামেন্টের একাদশ কেমন হবে

নিজস্ব প্রতিবেদক: [২] নভেম্বরের মাঝামাঝি সময়ে বিসিবি আয়োজন করতে যাচ্ছে কর্পোরেট টি-টোয়েন্টি টুর্নামেন্ট। এই টুর্নামেন্টকে ঘিরে ইতিমধ্যেই নানা পরিকল্পনা সাজিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৫ নভেম্বর মাঠে গড়াতে পারে এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট।

[৩] বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচক হাবিবুল বাশারের জানিয়েছেন, এই টুর্নামেন্টের জন্য ইতিমধ্যেই ৭৫ জন ক্রিকেটারের নাম চূড়ান্ত করা হয়েছে।

[৪] দীর্ঘদিন পর আবারো মাঠে ফিরছেন সাকিব আল হাসান। এক বছরের নিষেধাজ্ঞা শেষে আগামী ২৯ অক্টোবর আন্তর্জাতিক ক্রিকেট থেকে সব ধরনের নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে সাকিব আল হাসানের।

[৫] ৫ দলের এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলবেন সাকিব এটা নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক হাবিবুল বাশার। তবে পায়ের ইনজুরিতে পড়েছেন মাশরাফি বিন মর্তুজা। তাই এই ৫ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্টের এখনো অনিশ্চিত মাশরাফি।

[৬] চলতি সপ্তাহে দেশে ফিরবেন সাকিব আল হাসান। তবে ৫ দলের স্কোয়াড কিভাবে সাজানো হবে তা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বিসিবি। প্লেয়ার ড্রাফটের মাধ্যমে দল গঠন করবে নাকি বিসিবি নিজেই দল গঠন করে দেবে তা দুই একদিনের মধ্যেই সিদ্ধান্ত নিতে পারে বিসিবি।

[৭] অন্যদিকে ইনজুরি আক্রান্ত মাশরাফি বিন মুর্তজা যদি টুর্নামেন্টের আগে ফিট হয়ে ওঠেন তাহলে অবশ্যই ৫ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্টই দেখা যাবে মাশরাফি বিন মুর্তজাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়