শিরোনাম
◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয়

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২০, ০৯:৩৯ সকাল
আপডেট : ২৫ অক্টোবর, ২০২০, ০৯:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিসিবি সিধান্ত নেবে কর্পোরেট টি-টোয়েন্টি টুর্নামেন্টের একাদশ কেমন হবে

নিজস্ব প্রতিবেদক: [২] নভেম্বরের মাঝামাঝি সময়ে বিসিবি আয়োজন করতে যাচ্ছে কর্পোরেট টি-টোয়েন্টি টুর্নামেন্ট। এই টুর্নামেন্টকে ঘিরে ইতিমধ্যেই নানা পরিকল্পনা সাজিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৫ নভেম্বর মাঠে গড়াতে পারে এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট।

[৩] বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচক হাবিবুল বাশারের জানিয়েছেন, এই টুর্নামেন্টের জন্য ইতিমধ্যেই ৭৫ জন ক্রিকেটারের নাম চূড়ান্ত করা হয়েছে।

[৪] দীর্ঘদিন পর আবারো মাঠে ফিরছেন সাকিব আল হাসান। এক বছরের নিষেধাজ্ঞা শেষে আগামী ২৯ অক্টোবর আন্তর্জাতিক ক্রিকেট থেকে সব ধরনের নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে সাকিব আল হাসানের।

[৫] ৫ দলের এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলবেন সাকিব এটা নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক হাবিবুল বাশার। তবে পায়ের ইনজুরিতে পড়েছেন মাশরাফি বিন মর্তুজা। তাই এই ৫ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্টের এখনো অনিশ্চিত মাশরাফি।

[৬] চলতি সপ্তাহে দেশে ফিরবেন সাকিব আল হাসান। তবে ৫ দলের স্কোয়াড কিভাবে সাজানো হবে তা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বিসিবি। প্লেয়ার ড্রাফটের মাধ্যমে দল গঠন করবে নাকি বিসিবি নিজেই দল গঠন করে দেবে তা দুই একদিনের মধ্যেই সিদ্ধান্ত নিতে পারে বিসিবি।

[৭] অন্যদিকে ইনজুরি আক্রান্ত মাশরাফি বিন মুর্তজা যদি টুর্নামেন্টের আগে ফিট হয়ে ওঠেন তাহলে অবশ্যই ৫ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্টই দেখা যাবে মাশরাফি বিন মুর্তজাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়