শিরোনাম
◈ সমমনাদের অসন্তোষ বাড়ছে, আসন বণ্টনে বিএনপি-র কঠিন সমীকরণ ◈ অর্থনৈতিক প্রবৃদ্ধি থাকলেও বাড়ছে দারিদ্র্য—সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ ২০২৬ ফিফা বিশ্বকাপ: ১২ গ্রুপে ৪৮ দল, একনজরে দেখুন কে কার প্রতিপক্ষ ◈ অবশেষে ‘শান্তি’ পুরস্কার পেলেন ডোনাল্ড ট্রাম্প ◈ খালেদা জিয়ার এন্ডোস্কপি সম্পন্ন, বন্ধ হয়েছে পাকস্থলীর রক্তক্ষরণ ◈ নির্বাচনে অংশ নেওয়া জাতীয় পার্টির নিজস্ব ইচ্ছা: প্রেস সচিব ◈ লা‌তিন - বাংলা সুপার কা‌পে ব্রাজিলের কাছে পরা‌জিত বাংলাদেশ ◈ ব্রিটেনে অবৈধ ডেলিভারি ড্রাইভার অভিযানে ৬০ জনকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত, বাংলাদেশিও রয়েছেন আটক তালিকায় ◈ শেখ হাসিনার দুঃশাসনে খালেদা জিয়ার ওপর নেমেছিল নিপীড়নের ঝড়: তারেক রহমান ◈ মনোনয়ন পেলেন বিএনপির ১১ নারী প্রার্থী, কে কোন আসনে?

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২০, ০৫:৪১ সকাল
আপডেট : ২৩ অক্টোবর, ২০২০, ০৫:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার চিকিৎসার প্রথম ঔষধ হিসেবে রেমডিসিভিরের অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র

লিহান লিমা: [২] স্থানীয় সময় বৃহস্পতিবার গিলাড সায়েন্সের করোনার চিকিৎসার ঔষধ রেমডিসিভিরের অনুমোদন দেয় মার্কিন খাদ্য ও ঔষধ সংস্থা (এফডিএ)। দ্য গার্ডিয়ান

[৩]যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ্য সংস্থার পরিচালিত একটি গবেষণায় বলা হয়, গিলাড সায়েন্সের ভেকলুরি ব্র্যান্ডের এই ঔষধটি করোনা রোগীকে ১৫ থেকে ১০ দিনের মধ্যে সুস্থ করতে সক্ষম। গত মে থেকে এফডিএ শুধুমাত্র জরুরী ব্যবহারের ক্ষেত্রে এই ঔষধ প্রয়োগের অনুমোদন দিয়েছিলো। এখন কোভিড-১৯ এর চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রের অনুমোদন পাওয়া প্রথম ঔষধ রেমডিসিভির।

[৪]গিলার্ড সায়েন্স বলছে, কমপক্ষে ১২ বছর বয়সী এবং ৪০ কেজি ওজনের ব্যক্তিদের মধ্যে যেসব রোগী করোনা সংক্রমণের জন্য হাসপাতালে ভর্তি রয়েছেন এই ঔষধ তাদের সুস্থতার ক্ষেত্রে কাজ করবে।

[৫]যদিও গত মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি গবেষণায় বলা হয়েছিলো, রেমডিসিভির করোনা রোগীর বেঁচে থাকায় বা দ্রুত সুস্থতায় কোনো প্রভাব ফেলে না। কিছু কিছু ডাক্তার বলছেন, পদ্ধতিগত কারণে হু এর গবেষণা চূড়ান্ত নির্ধারক নয় কারণ গবেষণার সময় তারা ৩০টি দেশের শতশত হাসপাতাল থেকে তথ্য সংগ্রহ করেছিলো।

[৬]এই বছরের শেষ নাগাদ এফডিএ করোনার জন্য সর্বপ্রথম টিকার অনুমোদন দিতে পারে বলে আশা করা হচ্ছে। করোনা নিরাময়ে নানা ধরণের টিকার পরীক্ষা-নিরীক্ষা চললেও এখন পর্যন্ত কোনো টিকায় তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল শেষ করতে পারে নি। এই সংকটকে এফডিএ’র ১১৪ বছরের ইতিহাসে সবচেয়ে কঠিন মুহুর্ত হিসেবে ধরা হচ্ছে। মার্কিন সরকার টিকা গবেষণায় বিলিয়ন ডলার বরাদ্দ করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে দ্রুতগতিতে টিকার উন্নয়ন ও অনুমোদনের চাপ থাকায় বিজ্ঞানে রাজনীতির প্রভাব নিয়ে জনগণের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়