শিরোনাম
◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫ ◈ ঐকমত্য কমিশনের আলোচনায় রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে: প্রেস সচিব ◈ রাজনৈতিক কর্মসূচিতে ফের গরম হচ্ছে রাজপথ ◈ ফরিদপুরের কুমার নদে ট্রলার-স্প্রিটবোর্ডে প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২০, ০৫:৪১ সকাল
আপডেট : ২৩ অক্টোবর, ২০২০, ০৫:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার চিকিৎসার প্রথম ঔষধ হিসেবে রেমডিসিভিরের অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র

লিহান লিমা: [২] স্থানীয় সময় বৃহস্পতিবার গিলাড সায়েন্সের করোনার চিকিৎসার ঔষধ রেমডিসিভিরের অনুমোদন দেয় মার্কিন খাদ্য ও ঔষধ সংস্থা (এফডিএ)। দ্য গার্ডিয়ান

[৩]যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ্য সংস্থার পরিচালিত একটি গবেষণায় বলা হয়, গিলাড সায়েন্সের ভেকলুরি ব্র্যান্ডের এই ঔষধটি করোনা রোগীকে ১৫ থেকে ১০ দিনের মধ্যে সুস্থ করতে সক্ষম। গত মে থেকে এফডিএ শুধুমাত্র জরুরী ব্যবহারের ক্ষেত্রে এই ঔষধ প্রয়োগের অনুমোদন দিয়েছিলো। এখন কোভিড-১৯ এর চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রের অনুমোদন পাওয়া প্রথম ঔষধ রেমডিসিভির।

[৪]গিলার্ড সায়েন্স বলছে, কমপক্ষে ১২ বছর বয়সী এবং ৪০ কেজি ওজনের ব্যক্তিদের মধ্যে যেসব রোগী করোনা সংক্রমণের জন্য হাসপাতালে ভর্তি রয়েছেন এই ঔষধ তাদের সুস্থতার ক্ষেত্রে কাজ করবে।

[৫]যদিও গত মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি গবেষণায় বলা হয়েছিলো, রেমডিসিভির করোনা রোগীর বেঁচে থাকায় বা দ্রুত সুস্থতায় কোনো প্রভাব ফেলে না। কিছু কিছু ডাক্তার বলছেন, পদ্ধতিগত কারণে হু এর গবেষণা চূড়ান্ত নির্ধারক নয় কারণ গবেষণার সময় তারা ৩০টি দেশের শতশত হাসপাতাল থেকে তথ্য সংগ্রহ করেছিলো।

[৬]এই বছরের শেষ নাগাদ এফডিএ করোনার জন্য সর্বপ্রথম টিকার অনুমোদন দিতে পারে বলে আশা করা হচ্ছে। করোনা নিরাময়ে নানা ধরণের টিকার পরীক্ষা-নিরীক্ষা চললেও এখন পর্যন্ত কোনো টিকায় তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল শেষ করতে পারে নি। এই সংকটকে এফডিএ’র ১১৪ বছরের ইতিহাসে সবচেয়ে কঠিন মুহুর্ত হিসেবে ধরা হচ্ছে। মার্কিন সরকার টিকা গবেষণায় বিলিয়ন ডলার বরাদ্দ করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে দ্রুতগতিতে টিকার উন্নয়ন ও অনুমোদনের চাপ থাকায় বিজ্ঞানে রাজনীতির প্রভাব নিয়ে জনগণের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়