রাশিদুল ইসলাম : [২] বৃহস্পতিবার মার্কিন নির্বাচনের আগে চূড়ান্ত বিতর্কে জলবায়ু পরিবর্তন ইস্যুটি বেশ প্রাধান্য পায়। গত বছর প্যারিস আবহাওয়া চুক্তি থেকে বেরিয়ে এসেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন বিষয়টি তুললে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, চীনের দিকে দেখুন। দেশটা খুবই নোংরা। ভারত আর রাশিয়ার দিকে দেখুন। সেখানকার বাতাস দূষিত। প্যারিস চুক্তির নামে আমাদের থেকে হাজার হাজার কোটি ডলার নেওয়া হচ্ছিল। ওই চুক্তিতে আমাদের স্বার্থরক্ষার ব্যবস্থা করা হয়নি। সিএনএন/ফক্স নিউজ
[৩] প্যারিস চুক্তির কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, ওই চুক্তির জন্য আমি হাজার হাজার কোম্পানির ক্ষতি করতে পারব না। লক্ষ লক্ষ চাকরির সুযোগও নষ্ট করতে পারব না। তেমন করলে খুবই অন্যায় হবে।
[৪] ইউক্রেনে বাইডেনের ছেলের ব্যবসা নিয়ে অভিযোগ তোলেন ট্রাম্প। জবাবে বাইডেন বলেন, এ বিতর্ক ট্রাম্প বা তার পরিবারের নয়। এ বিতর্ক যুক্তরাষ্ট্রের জনগণের স্বার্থ নিয়ে। বাইডেন ওবামা কেয়ারকে শক্তিশালী করে ওষুধের মূল্য কমানো ও জনগণের স্বাস্থ্যসেবা সুলভ করার পরিকল্পনার কথা বলেন। ট্রাম্প জানান, তিনি আইন করে ওবামা কেয়ারের বিতর্কিত বিষয় বাতিল করতে পেরেছেন। ওবামা কেয়ার বাতিল করে আরেকটি ভালো স্বাস্থ্যসেবা আইন চালু করার পরিকল্পনার কথা জানান ট্রাম্প।
[৫] ট্রাম্প বিশ্বে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি করোনাভাইরাস নমুনা পরীক্ষা হচ্ছে। ভারতে কোভিডে মৃত্যুর তথ্য তুলে ধরেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় (বাংলাদেশ সময় শুক্রবার সকাল ৮টা) টেনেসি অঙ্গরাজ্যের নাশভিলের বেলমন্ট ইউনিভার্সিটিতে চূড়ান্ত বিতর্কে মুখোমুখি হন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন।
[৬] ট্রাম্প জানান, তিনি লকডাউনের পক্ষে নন। লকডাউন নয় ভাইরাসকে বন্ধ করতে হবে। করোনাভাইরাসকে নিয়েই মার্কিনরা বাঁচতে শিখেছে।
[৭] ট্রাম্প রাশিয়া থেকে জো বাইডেন সুবিধা নিয়েছেন বলে অভিযোগ করেন। তিনি দাবি করেন, রাশিয়াসহ অন্য সব দেশের ওপর তিনি যথেষ্ট কঠোর। চীনে ট্রাম্পের ব্যবসা নিয়ে প্রশ্ন তোলেন বাইডেন। ট্রাম্পের কর পরিশোধ না করার সমালোচনা করেন বাইডেন। জবাবে ট্রাম্প বলেছেন, তিনি লাখ লাখ ডলার কর আগেই পরিশোধ করেছেন। আগের অবস্থানে অনড় থেকে ট্রাম্প বলেন, তিনি আইআরএস অডিট করার পর ট্যাক্স রিটার্ন প্রকাশ করবেন। তবে তা কবে করবেন তা জানাননি।
[৮] বিতর্কের কয়েক ঘণ্টা আগে সিক্সটি মিনিটস ধারণ করা অনুষ্ঠান নিজেই প্রকাশ করে টুইট করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ টুইটেও সিবিএস এর বিখ্যাত অনুষ্ঠান সিক্সটি মিনিটসকে পক্ষপাতদুষ্ট বলেন ট্রাম্প। বিতর্কের সঞ্চালক ক্রিস্টেন ওয়েলকার আরও খারাপ বলে ট্রাম্প টুইট করেন।
[৯] এনবিসি নিউজের বিখ্যাত সাংবাদিক ক্রিস্টেন ওয়েকার এ বিতর্ক সঞ্চালনা করেন। বিতর্কের আগেই সঞ্চালক ক্রিস্টেনকে আক্রমণ শুরু করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেছেন, হোয়াইট হাউসে এনবিসি নিউজের হয়ে দীর্ঘদিন দিন থেকে কাজ করা সাংবাদিক ক্রিস্টেন ওয়েকার দলীয় লোক। তার মা-বাবা দুজনই ডেমোক্রেট এবং বাইডেনের প্রচার তহবিলে মোটা অঙ্কের চাঁদা দিয়েছেন।