শিরোনাম
◈ ‘ভয়াবহ দুর্নীতি’ আদানি চুক্তিতে: বাতিলের জন্য যেতে হবে আন্তর্জাতিক আদালতে ◈ সিডনিকে সিক্সার্সকে হা‌রি‌য়ে বিগ ব্যাশে রেকর্ড ষষ্ঠ শিরোপা জয় কর‌লো স্করচার্স ◈ দেশের মানুষের জন্যই বিএনপির রাজনীতি: তারেক রহমান ◈ ভারত থেকে ৮ ট্রাকে ১২৫ মেট্রিক টন বিস্ফোরক প্রবেশ করল দেশে ◈ চীনের অনুদানে যে কারণে নীলফামারীতে হবে ১০ তলা হাসপাতাল, আরও যা যা থাকছে ◈ কোথায় রাখা হবে পোস্টাল ব্যালট, গণনা কোন পদ্ধতিতে ◈ আই‌সি‌সি এমন কে‌নো, কী কার‌ণে বাংলাদেশ ভারতের বাইরে খেলতে পারবে না— প্রশ্ন অ‌স্ট্রেলিয়ান গিলেস্পির  ◈ বিশ্বকাপ বয়কট আলোচনার মধ্যে দল ঘোষণা করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড ◈ কোনো দল বা গোষ্ঠী কাউকে সিট দেওয়ার মালিক নয় : মির্জা আব্বাস  ◈ বড় দলগুলোর হেভিওয়েট নেতাদের ভূমিধস পতন হবে: সারজিস আলম

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২০, ১০:৫২ দুপুর
আপডেট : ২২ অক্টোবর, ২০২০, ১০:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টানা দুই হারের ঝাল বার্সেলোনার উপর ঢালবেন জিদান

স্পোর্টস ডেস্ক : [২] ঘরের মাঠে শাখতার দোনেস্কের বিপক্ষে হার। তাও এমন একটা দলের বিপক্ষে, যাদের মূল স্কোয়াডের ১০ জন খেলোয়াড় কোভিড-১৯ পজিটিভ হওয়ায় অনুপস্থিত। এর আগে লা লিগাতেও দ্বিতীয় স্তর থেকে উঠে আসা দুর্বল কাদিজের বিপক্ষে হার। এতে বেশ কোণঠাসা অবস্থায় আছেন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। তার উপর আগামী শনিবার ‘এল ক্লাসিকো’। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মাঠে খেলতে যাবে লস ব্লাঙ্কোসরা। তবে বাজে সময় পেছনে ফেলে হাইভোল্টেজ সেই ম্যাচেই স্বরূপে ফেরার হুংকার দিলেন সাবেক ফরাসি তারকা জিনেদিন জিদান।

[৩] দলের সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই। যে কোনো সময়ই ঘুরে দাঁড়াতে পারে রিয়াল। কিন্তু টানা দুই ম্যাচে হারের পর আত্মবিশ্বাসে কিছুটা হলেও চিড় ধরেছে তাদের। লা লিগার শিরোপাধারীদের সমর্থকরাও বিরক্ত। কারণ, শাখতার ও কাদিজ, দুটি দলই শক্তির বিচারে অনেক পিছিয়ে। এমন দলের বিপক্ষে হারের পর স্বাভাবিকভাবেই তাদের রোষানলে পড়বেন যে কোনো দলের কোচ।

[৪] জিদানের ক্ষেত্রেও ব্যতিক্রম ঘটেনি। তবে এ নিয়ে ভাবছেন না তিনি। বার্সেলোনার বিপক্ষে নিজের জাত চেনানোর অঙ্গীকার করেছেন তিনি। বলেন, লোকজন কী বলে এ নিয়ে আমি চিন্তা করি না। শনিবার বিকাল ৪টায় (বাংলাদেশ সময় রাত ৮টা) আমরা দেখিয়ে দিব এবং খেলব। আমাদের জন্য এখন দরকার প্রশান্তি।

[৫] চলতি মৌসুমের প্রথম ‘এল ক্লাসিকো’ অনুষ্ঠিত হবে ক্যাম্প ন্যুতে। জিদানের গভীর দৃষ্টি সে দিকেই। আর হার ভুলে চ্যাম্পিয়ন্স লিগেও ঘুরে দাঁড়ানোর সামর্থ্য রয়েছে বলে জানিয়েছেন তিনি। - ডেইলি স্টার

  • সর্বশেষ
  • জনপ্রিয়