মনিরুল ইসলামঃ [২] মহান স্বাধীনতার স্থপতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে এক কোটি বৃক্ষরোপণের মাধ্যমে জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় মুজিববর্ষ-২০২০ উপলক্ষে জাতীয় সংসদ ভবন চত্বরে বৃহস্পতিবার বৃক্ষের চারা রোপণ করেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু এমপি ।
[৩] বৃক্ষ রোপণ শেষে হাসানুল হক ইনু এমপি বলেন, মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সারা দেশে এক কোটি বৃক্ষ রোপণের কর্মসূচি বাংলাদেশকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে রক্ষা করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে আমি মনে করি। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীন বাংলাদেশকে উপহার দিয়েছেন।
[৪] তিনি বলেন, বাংলাদেশকে টিকিয়ে রাখতে হলে এর আবহাওয়া ও জলবায়ু ঠিকভাবে রাখতে হবে। জলবায়ু পরিবর্তনের অভিঘাত বাংলাদেশসহ সারা বিশ্বকে জর্জরিত করছে। তাই বাংলাদেশকে আরো এক হাজার বছর টিকিয়ে রাখতে হলে এই বৃক্ষ রোপণ কর্মসূচি বাংলাদেশকে একটি নিরাপত্তার ছাদ তৈরি করে দিবে। সুতরাং আমরা যত বেশি গাছ লাগাবো নিরাপত্তার ছাদটা তত মজবুত হতে থাকবে। তিনি আরো বলেন, আমরা যদি
[৫] ইনু বলেন, বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে চাই তাহলে বাংলাদেশকে সমৃদ্ধির পথে, উন্নয়নের পথে, সমতার পথে এবং নিরাপত্তার পথে এগিয়ে নিয়ে যেতে হবে। বাংলাদেশ টিকে থাকলে বঙ্গবন্ধুও আমাদের সবার মাঝে বিরাজ করবেন। সেই জন্য বৃক্ষ রোপণ কর্মসূচি শুধু মুজিববর্ষে এক কোটি বৃক্ষ রোপণ করেই থেমে থাকলে হবে না তা আমাদের অব্যাহত রাখতে হবে। কারণ গাছ হচ্ছে আমাদের নিরাপত্তার ছাদ। সেই ছাদটাকে আমাদের তৈরি করা দরকার, মজবুত করা দরকার এবং অব্যাহত রাখা দরকার।
[৬] মুজিববর্ষ উপলক্ষে সংসদ ভবন চত্বরে ৩৫০ থেকে ৫০০ টি বৃক্ষের চারা রোপণের লক্ষ্যমাত্রা নিয়ে গত ২৬ জুলাই ২০২০ তারিখে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। পর্যায়ক্রমে সকল সংসদ-সদস্যরা সংসদ ভবন চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করছেন।
[৭] উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী- ২০২০ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয় সংসদে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।