আসিফুজ্জামান পৃথিল: [২] আবারও সুপ্রিম কোর্ট বিচারক হিসেবে স্যামি ব্যারেটের নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন ডেমোক্রট জুডিশিয়ারি কমিটির সদস্যরা। বৃহস্পতিবার (বাংলাদেশ সময় শুক্রবার) এই বিষয়ে সিনেট ভোটাভুটিতে অংশ না নেবার কথা স্পষ্টতই জানিয়ে দিয়েছেন তারা। সিএনএন
[৩] রিপাবলিকানরা জানিয়েছেন, ডেমোক্রেটরা প্রিসিডিংস বয়কট করলেও তারা এই বিষয়ে ভোটাভুটি করবেন। তারা এই আচরণকে দলীয় গুণ্ডামি বরেও অভিহিত করেছেন। অবশ্য শুরু থেকেই ডেমোক্রেটরা বলছেন বিচারপতি রুথ গিন্সবার্গের খালি হওয়া এই আসনে নির্বাচনী বছরে নতুন বিচারপতি নিয়োগ দেয়া অবশ্যই নৈতিকতা বিরোধী। ফক্স
[৪] ডেমোক্রেটদের দাবি অনুযায়ী, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জিতবেন ামেন কোনও নিশ্চয়তা নেই। সুতরাং বিচারপতি নিয়োগের অধিকার তার নয়, যে নির্বাচনে জিতবেন তারই থাকা উচিৎ। যদি ট্রাম্প নির্বাচনে জিতে নিজের পছন্দমতো বিচারপতি নিয়োগ দেন, তাতে কোনও বাঁধা থাকে না। এবিসি
[৫] মার্কিন সংবিধানের রক্ষক সুপ্রিম কোর্ট। এখানে মোট ৯ জন বিচারপতি থাকেন। যারা আমৃত্যু এই দায়িত্ব পালন করবেন। কেউ মারা গেলে শূণ্য পদে পছন্দমতো একজনকে নিয়োগ দেন মার্কিন প্রেসিডেন্ট। তবে তাকে আগে সিনেটের অনুমোদন পেতে হয়। রয়টার্স