নূর মোহাম্মদ : [২] মানবতাবিরোধী অপরাধের মামলায় বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ পরোয়ানা জারি করেন। এখন লাল কাপড়ে মোড়ানো মৃত্যু পরোয়ানা কেন্দ্রীয় কারাগারসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।
[৩] এর আগে গতকাল সৈয়দ মোহাম্মদ কায়সারের মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন আপিল বিভাগ। গত ১৪ জানুয়ারি কায়সারের মৃত্যুদণ্ড আপিল বিভাগে বহাল রাখা হয়।
[৪] সৈয়দ কায়সারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড আপিল বিভাগে বহাল রাখায় এখন শুধু রিভিউ করার সুযোগ পাবেন এই অপরাধী। তবে রিভিউ না করলে বা খারিজ হলে আইনি আর কোন প্রক্রিয়ার সুযোগ নোই।
[৫] সবশেষে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার সুযোগ পাবেন কায়সার। কিন্তু প্রাণ ভিক্ষা না চাইলে বা ওই আবেদন খারিজ হলে মৃত্যুদণ্ড কার্যকর করতে পারবে সরকার।