শিরোনাম
◈ পূর্বাচল প্লট মামলায় শেখ হাসিনা পরিবারের ভাগ্য নির্ধারণ আজ ◈ এনসিপিসহ চার দলের নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ বৃহস্পতিবার ◈ যেসব স্বর্ণ মিলল শেখ হাসিনার লকারে, দেখুন ছবিতে ◈ একই দিনে নির্বাচন–গণভোট: জানুন সরকারের দেওয়া ৮ গুরুত্বপূর্ণ তথ্য ◈ আর্থিক দুরবস্থায় একীভূত হওয়া ৫ ব্যাংকে বেতন–ভাতা কমছে ◈ প্রতিদিন গড়ে প্রায় ৬ কোটি ৬৮ লাখ ডিম উৎপাদিত হচ্ছে ◈ হংকং-এ আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ আগুন, প্রাণহানি ১৩, চারদিকে আতঙ্ক! (ভিডিও) ◈ শক্তিধর মালয়েশিয়ার বিরু‌দ্ধে লড়াই করে হারলো বাংলাদেশের মে‌য়েরা   ◈ নিউইয়র্কে মূলধারার রাজনীতিতে সাফল্যের স্বীকৃতি, মেয়র মামদানির ট্রানজিশন টিমে ১২ বাংলাদেশি   ◈ জাতীয় দল নির্বাচক‌দের প্রতি গুরুতর অ‌ভি‌যোগ আন‌লেন অধিনায়ক লিটন দাস

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২০, ১০:৪১ দুপুর
আপডেট : ২১ অক্টোবর, ২০২০, ১০:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পারফরম্যান্স ভালো নয়, ওজিলকে আর দেখা যাবে না আর্সেনালে

স্পোর্টস ডেস্ক: [২] নতুন মৌসুমে ওজিলের ভবিষ্যৎ যে আর্সেনালে অনিশ্চিত সে মন্তব্য আগেই করেছিলেন কোচ মিকেল আর্তেতা। এরপর ইউরোপা লিগের দলে রাখেননি ওজিলকে। এবার প্রিমিয়ার লিগের ২৫ জনের স্কোয়াডেও জায়গা হয়নি বিশ্বকাপ জয়ী এই জার্মান মিডফিল্ডারকে। ফলে জানুয়ারী পর্যন্ত আর আর্সেনালের জার্সিতে ওজিলকে দেখার সম্ভাবনা শেষ হয় গেলো।

[৩] চুক্তির এক বছর বাকি থাকতেই গানার শিবিরে ব্রাত্য হয়ে পড়লেন ক্লাবের সর্বোচ্চ আয় করা এই তারকা ফুটবলার। আর্সেনাল ক্লাবের বোর্ড থেকেও অফিশিয়ালি নিশ্চিত করা হয়েছে যে, এই মৌসুমে আর গানারদের জার্সিতে দেখা যাবে না ওজিলকে।

[৪] ২৪ সেপ্টেম্বর প্রথমবার ওজিলকে নিয়ে আর্সেনাল বস মিকেল আর্তেতা বলেন, তার পজিশনে অন্যরা আরও ভালো পারফরম্যান্স করছে। ফলে তাকে দলে অপ্রয়োজনীয় মনে হচ্ছে। এরপর ৮ অক্টোবর ইউরোপা লিগের ঘোষিত স্কোয়াডে রাখেননি ওজিলকে। এবার প্রিমিয়ার লিগেও না।যদিও আর্সেনালের জার্সিতে ওজিলের পরিসংখ্যান বেশ সমৃদ্ধ। গানারদের হয়ে মোট ২৫৪টি ম্যাচে মাঠে নেমেছিলেন ওজিল। যেখানে মোট ৪৪ গোলের পাশাপাশি ৭৭টি অ্যাসিস্টও রয়েছে। এমনকি প্রিমিয়ার লিগে গানারদের হয়ে ১৮৪ ম্যাচে ৩৩ গোলের সঙ্গে ৫৮টি অ্যাসিস্ট রয়েছে এই জার্মান তারকার।

[৫] প্রিমিয়ার লিগে আর্সেনালের হয়ে যা তৃতীয় সর্বোচ্চ। এ তালিকায় তার সামনে আছেন কেবল থিয়েরি হেনরি (৮০) ও সেস্ক ফ্যাব্রিগাস
(৭১)। আর্সেনালে ব্রাত্য হয়ে পড়া ওজিল শীতকালীন দলবদলে হয়তো নতুন ক্লাবের খোঁজে নামবেন। ইতিমধ্যে শোনা যাচ্ছে আমেরিকান মেজর সকার লিগে যোগ দিতে পারেন এই তারকা। দ্য মিরর/ গোল ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়