শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২০, ১০:৪১ দুপুর
আপডেট : ২১ অক্টোবর, ২০২০, ১০:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পারফরম্যান্স ভালো নয়, ওজিলকে আর দেখা যাবে না আর্সেনালে

স্পোর্টস ডেস্ক: [২] নতুন মৌসুমে ওজিলের ভবিষ্যৎ যে আর্সেনালে অনিশ্চিত সে মন্তব্য আগেই করেছিলেন কোচ মিকেল আর্তেতা। এরপর ইউরোপা লিগের দলে রাখেননি ওজিলকে। এবার প্রিমিয়ার লিগের ২৫ জনের স্কোয়াডেও জায়গা হয়নি বিশ্বকাপ জয়ী এই জার্মান মিডফিল্ডারকে। ফলে জানুয়ারী পর্যন্ত আর আর্সেনালের জার্সিতে ওজিলকে দেখার সম্ভাবনা শেষ হয় গেলো।

[৩] চুক্তির এক বছর বাকি থাকতেই গানার শিবিরে ব্রাত্য হয়ে পড়লেন ক্লাবের সর্বোচ্চ আয় করা এই তারকা ফুটবলার। আর্সেনাল ক্লাবের বোর্ড থেকেও অফিশিয়ালি নিশ্চিত করা হয়েছে যে, এই মৌসুমে আর গানারদের জার্সিতে দেখা যাবে না ওজিলকে।

[৪] ২৪ সেপ্টেম্বর প্রথমবার ওজিলকে নিয়ে আর্সেনাল বস মিকেল আর্তেতা বলেন, তার পজিশনে অন্যরা আরও ভালো পারফরম্যান্স করছে। ফলে তাকে দলে অপ্রয়োজনীয় মনে হচ্ছে। এরপর ৮ অক্টোবর ইউরোপা লিগের ঘোষিত স্কোয়াডে রাখেননি ওজিলকে। এবার প্রিমিয়ার লিগেও না।যদিও আর্সেনালের জার্সিতে ওজিলের পরিসংখ্যান বেশ সমৃদ্ধ। গানারদের হয়ে মোট ২৫৪টি ম্যাচে মাঠে নেমেছিলেন ওজিল। যেখানে মোট ৪৪ গোলের পাশাপাশি ৭৭টি অ্যাসিস্টও রয়েছে। এমনকি প্রিমিয়ার লিগে গানারদের হয়ে ১৮৪ ম্যাচে ৩৩ গোলের সঙ্গে ৫৮টি অ্যাসিস্ট রয়েছে এই জার্মান তারকার।

[৫] প্রিমিয়ার লিগে আর্সেনালের হয়ে যা তৃতীয় সর্বোচ্চ। এ তালিকায় তার সামনে আছেন কেবল থিয়েরি হেনরি (৮০) ও সেস্ক ফ্যাব্রিগাস
(৭১)। আর্সেনালে ব্রাত্য হয়ে পড়া ওজিল শীতকালীন দলবদলে হয়তো নতুন ক্লাবের খোঁজে নামবেন। ইতিমধ্যে শোনা যাচ্ছে আমেরিকান মেজর সকার লিগে যোগ দিতে পারেন এই তারকা। দ্য মিরর/ গোল ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়