ডেস্ক রিপোর্ট: বাগেরহাটের মোংলায় ৭ বছরের এক শিশু ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আব্দুল মান্নানকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, বাবা মার আলাদা হয়ে যাওয়ায় শিশুটি মামার বাড়িতে থাকতো। সন্ধ্যায়, চকলেট দেয়ার লোভ দেখিয়ে শিশুটিকে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে প্রতিবেশী আব্দুল মান্নান।
এসময় চিৎকার শুনে এগিয়ে গিয়ে শিশুটির মামী জরিনা বেগম ও স্থানীয়রা মান্নানের ঘর থেকে উদ্ধার করেন। পরে, স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় তাকে। চ্যানেল২৪