শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২০, ১১:৪৪ দুপুর
আপডেট : ১৮ অক্টোবর, ২০২০, ১১:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রমিকলীগ নেতার কাছে চাঁদা দাবির অভিযোগে লক্ষ্মীপুরে ৫ জনের বিরুদ্ধে মামলা

লক্ষ্মীপুর প্রতিনিধি : [২] জেলার মো. ইসমাইল হোসেন নামে প্রথম শ্রেণীর এক ঠিকাদার ও শ্রমিকলীগ নেতার কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদাদাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোববার দুপুরে অভিযুক্ত ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করে সদর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে মামলা করেন ওই ঠিকাদার।

[৩] বাদির আইনজীবি এড. মো. জহির হোসেন জানান, বিজ্ঞ আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে গোয়েন্দা পুলিশের ওসিকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন।

[৪] এজাহার ও অভিযোগ সূত্রে জানা গেছে, মামলার আসামি মোস্তফা মাহাতাব উদ্দিন সুমন কয়েকদিন পূর্বে ঠিকাদার মো. ইসমাইল হোসেনের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। এতে অপারগতা প্রকাশ করায় গত ৭ অক্টোবর রাত সোয়া ৯টার দিকে ইসমাইল হোসেনের বাসভবনের অফিস কক্ষে গিয়ে হানা দেয় অভিযুক্তরা। এ সময় তাকে মারধর করে তারা। পুরো ঘটনাটি অফিস কক্ষে থাকা সিসি ক্যামেরার মধ্যে রেকর্ড হয়। এক পর্যায়ে হামলাকারীরা ঠিকাদারকে হত্যাসহ বিভিন্ন হুমকি দিয়ে চলে যায়।

[৫] মামলা বাদি ঠিকাদার মো. ইসমাইল হোসেন একই এলাকার মৃত জালাল আহাম্মদ পাঠানের পুত্র। তিনি জেলা শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক মানবাধিকার দুর্নীতি বিরোধী সোসাইটির লক্ষ্মীপুর জেলা শাখার চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। এছাড়াও তিনি মসজিদ মাদ্রাসাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের দায়িত্ব পালন করছেন।

[৬] রোববার দুপুরে শহরের পৌর ভবনের নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, হামলাকারীরা সন্ত্রাসী প্রকৃতির এবং মাদক ব্যবসার সাথেও তাদের সম্পৃক্তরা রয়েছে। ঠিকাদারি করে আমার অর্থিক অবস্থা ভালো হওয়ায় আমার অর্থের দিকে লোভ পড়েছে মোস্তফা মাহাতাবের। চাঁদার টাকার জন্য সে তার দলবল নিয়ে আমার উপর হামলা করেছে। এ ঘটনায় আমি আইনের আশ্রয় নিয়েছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়