শিরোনাম
◈ কলকাতার আনন্দপুরে মোমো গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড: উদ্ধার একাধিক দেহাংশ, ২০ শ্রমিক নিখোঁজ ◈ রাজশাহী বিভাগে অর্ধেকের বেশি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ: শীর্ষে বগুড়া ও রাজশাহী ◈ বাড়িতে চলছে সংস্কারের কাজ, তবে কি দেশে ফিরছেন সাকিব ◈ বিশ্বকাপ ইস্যুতে অবশেষে নীরবতা ভাঙল বিসিসিআই ◈ প্রবাসীদের হাত ধরে বিদেশি বিনিয়োগ এলে মিলবে নগদ প্রণোদনা ◈ ভারতীয় অর্থনৈতিক অঞ্চল বাদ, মিরসরাইয়ে অস্ত্র বানাবে বাংলাদেশ ◈ বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করল আইসিসি ◈ বিশ্ববাজারের প্রভাবে দেশে স্বর্ণের দামে রেকর্ড বৃদ্ধি, ভরিতে বাড়ল ৫ হাজার ২৪৯ টাকা ◈ আদানির বিদ্যুৎ চুক্তি: ভারতীয় করপোরেট করের বোঝাও চাপানো হয়েছে বাংলাদেশের ওপর ◈ জুলাই গণঅভ্যুত্থানকারীদের মামলা প্রত্যাহার ও দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ জারি

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২০, ১১:৪৪ দুপুর
আপডেট : ১৮ অক্টোবর, ২০২০, ১১:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রমিকলীগ নেতার কাছে চাঁদা দাবির অভিযোগে লক্ষ্মীপুরে ৫ জনের বিরুদ্ধে মামলা

লক্ষ্মীপুর প্রতিনিধি : [২] জেলার মো. ইসমাইল হোসেন নামে প্রথম শ্রেণীর এক ঠিকাদার ও শ্রমিকলীগ নেতার কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদাদাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোববার দুপুরে অভিযুক্ত ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করে সদর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে মামলা করেন ওই ঠিকাদার।

[৩] বাদির আইনজীবি এড. মো. জহির হোসেন জানান, বিজ্ঞ আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে গোয়েন্দা পুলিশের ওসিকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন।

[৪] এজাহার ও অভিযোগ সূত্রে জানা গেছে, মামলার আসামি মোস্তফা মাহাতাব উদ্দিন সুমন কয়েকদিন পূর্বে ঠিকাদার মো. ইসমাইল হোসেনের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। এতে অপারগতা প্রকাশ করায় গত ৭ অক্টোবর রাত সোয়া ৯টার দিকে ইসমাইল হোসেনের বাসভবনের অফিস কক্ষে গিয়ে হানা দেয় অভিযুক্তরা। এ সময় তাকে মারধর করে তারা। পুরো ঘটনাটি অফিস কক্ষে থাকা সিসি ক্যামেরার মধ্যে রেকর্ড হয়। এক পর্যায়ে হামলাকারীরা ঠিকাদারকে হত্যাসহ বিভিন্ন হুমকি দিয়ে চলে যায়।

[৫] মামলা বাদি ঠিকাদার মো. ইসমাইল হোসেন একই এলাকার মৃত জালাল আহাম্মদ পাঠানের পুত্র। তিনি জেলা শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক মানবাধিকার দুর্নীতি বিরোধী সোসাইটির লক্ষ্মীপুর জেলা শাখার চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। এছাড়াও তিনি মসজিদ মাদ্রাসাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের দায়িত্ব পালন করছেন।

[৬] রোববার দুপুরে শহরের পৌর ভবনের নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, হামলাকারীরা সন্ত্রাসী প্রকৃতির এবং মাদক ব্যবসার সাথেও তাদের সম্পৃক্তরা রয়েছে। ঠিকাদারি করে আমার অর্থিক অবস্থা ভালো হওয়ায় আমার অর্থের দিকে লোভ পড়েছে মোস্তফা মাহাতাবের। চাঁদার টাকার জন্য সে তার দলবল নিয়ে আমার উপর হামলা করেছে। এ ঘটনায় আমি আইনের আশ্রয় নিয়েছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়