আরিফ উদ্দিন: [২] গাইবান্ধার পলাশবাড়ীতে ৭১ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
[৩] থানা সূত্রে জানা যায়, থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান মাসুদের নির্দেশে ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) রাতে থানার এসআই সঞ্জয় কুমার সাহা, এসআই জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্সসহ পলাশবাড়ী পৌরশহরের নুনিয়াগাড়ী গ্রামের অবস্থিত রওশন আজাদ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের পরিত্যাক্ত একটি রুমে অভিযান চালিয়ে ৭১ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারীকে গ্রেফতার করে।
[৪] গ্রেপ্তারকৃত হলেন, রংপুরের মিঠাপুকুর উপজেলার শুলুঙ্গা গ্রামের এনামুল হকের ছেলে সাইদুর রহমান (৩৭) ও একই উপজেলার হেলেঞ্চা গ্রামের মকিব মন্ডলের ছেলে একরামুল হক সজিবকে (২০) হাতে-নাতে গ্রেফতার করে।
[৫] থানা অফিসা ইনচার্জ মাসুদুর রহমান মাসুদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার বিকেলে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী