রাহুল রাজ: [২] গত বুধবার (১৪ অক্টোবর) শেরে বাংলা স্টেডিয়ামে অনুশীলনের আগে নারী ক্রিকেটারদের করোনা পরীক্ষা করা হয়েছিল। সেই সঙ্গে নারী দলের কোচ এবং ফিজিওদেরও করোনা পরীক্ষা করা হয়েছে।
[৩] বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জানা গেল তাদের পরীক্ষার রিপোর্ট। যেখানে সবার রিপোর্ট নেগেটিভ এসেছে।
[৪] আজ (১৬ অক্টোবর) বিসিবির নারী দলের প্রধান তৌহিদ মাহমুদ নিশ্চিত করেছেন এই তথ্য। নারীদের টি-২০ চ্যালেঞ্জ ও আইপিএল খেলবেন জাহানারা আলম ও সালমা খাতুন। করোনা পরীক্ষার জন্য নমুনা দেয়া সেই সাতজনের মধ্যেই ছিলেন জাহানারা ও সালমা।
[৫] আইপিএলের জন্য ঢাকা ছাড়ার আগে, এটিই ছিলো তাদের প্রথম করোনা পরীক্ষা। ১৯ অক্টোবর দেশ ছাড়ার ৭২ ঘন্টা আগে তাদের আরও একবার করোনা পরীক্ষা করা হবে।