রাশিদুল ইসলাম : [২] ইরানের ওপর থেকে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার দিনক্ষণ ঘনিয়ে আসার আগ মুহূর্তে রাশিয়া বলেছে, আগামী ১৮ অক্টোবরের পর থেকে আমেরিকা বুদ্ধিবৃত্তিক আচরণ করবে বলে মস্কো আশা করছে। ফারস
[৩] রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বৃহস্পতিবার মস্কোয় বলেছেন, তার দেশ ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতার পাশাপাশি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এ সংক্রান্ত ২২৩১ নম্বর প্রস্তাবের পুরোপুরি বাস্তবায়ন চায়। ফারস
[৪] ওই প্রস্তাবে সুস্পষ্টভাবে বলা হয়েছে, ২০২০ সালের ১৮ অক্টোবর ইরানের ওপর আরোপিত জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে উঠে যাবে।
[৫] যুক্তরাষ্ট্র গত কয়েক মাস ধরে ইরানের ওপর থেকে এই নিষেধাজ্ঞা যাতে উঠে না যায় সেজন্য জাতিসংঘে বিভিন্ন প্রস্তাব দিরে তা ভোটে নাকচ হয়ে যায়।
[৬] জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি বলেছে, মার্কিন সরকার ২০১৮ সালের মে মাসে ইরানের পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে গিয়ে নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব লঙ্ঘন করেছে। কাজেই ইরানের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রাখার কোনো অধিকার যুক্তরাষ্ট্রের নেই। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ও বলেছে, ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা নবায়ন করার কাজে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব ব্যবহার করার কোনো অধিকার ওয়াশিংটনের নেই।