শিরোনাম
◈ ‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’: প্রধানমন্ত্রী সুশীলা কার্কি ◈ কাশ্মীর সীমান্তে একাধিক পাকিস্তানি ড্রোন শনাক্ত: সর্বোচ্চ সতর্কতায় ভারতীয় বাহিনী ◈ চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ থামছেই না: বাড়ছে আতঙ্ক, ঝুঁকিতে যাত্রীরা ◈ এবার বাংলাদেশের ওপর নজরদারি বাড়াতে নতুন নৌঘাঁটি বানাচ্ছে ভারত ◈ ভিয়েতনামে ২০ বছরের মধ্যে আসিয়ানের সবচেয়ে বড় তেলের মজুত সন্ধান! ◈ কাউন্সিল হ্যা বললে ২য় বিয়েতে স্ত্রীর অনুমতি লাগবে না: হাইকোর্ট (ভিডিও) ◈ এক-দুই দিনের মধ্যে ২০-২৫ আসনে প্রার্থী ঘোষণা দেবে এনসিপি ◈ কী ঘটেছিল, কী দেখে প্রাণ নিয়ে পালিয়েছিল ডাকাতদল? যা জানাগেল (ভিডিও) ◈ স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বির হত্যা: ১৫ লাখ টাকা চুক্তিতে খুন, জড়িত তিন সহোদর ◈ ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ১৯২, ‘ব্যাপক হত্যাকাণ্ডের’ শঙ্কা মানবাধিকার সংস্থার

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২০, ০৫:০৪ সকাল
আপডেট : ১৬ অক্টোবর, ২০২০, ০৫:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদার জন্য লড়াই অব্যাহত থাকবে: ফারুক আব্দুল্লাহ

রাশিদুল ইসলাম : বৃহস্পতিবার সন্ধ্যায় জম্মু -কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স প্রধান ফারুক আব্দুল্লাহ বলেছেন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জম্মু-কাশ্মীরের সাংবিধানিক বিশেষ মর্যাদা ৩৭০ ধারা যা গতবছর ৫ আগস্ট কেন্দ্রীয় সরকার বাতিল করে দিয়েছে তা ফিরিয়ে আনার জন্য আন্দোলনে একমত হয়েছেন। তার বাসায় এক বৈঠকে  পিডিপি নেত্রী মেহবুবা মুফতি, পিপলস কনফারেন্সের চেয়ারম্যান সাজ্জাদ লোন, পিপলস মুভমেন্টের নেতা জাভেদ মীর, সিপিএম নেতা মুহাম্মাদ ইউসুফ তারিগামী প্রমুখ উপস্থিত ছিলেন।

কমপক্ষে দুই ঘন্টা ধরে চলা ওই বৈঠকের পরে ফারুক আবদুল্লাহ বলেন, তারা একটি জোট গঠন করার সিদ্ধান্ত নিয়েছেন যার নাম হবে ‘পিপলস অ্যালায়েন্স ফর গুপকার ডিক্লারেশন’। এই জোট কাশ্মীরের বিশেষ মর্যাদা ফেরানোর চেষ্টা করবে। তিনি বলেন, জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদার জন্য আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। জম্মু-কাশ্মীরের সমস্যার সমাধান রাজনৈতিক। পরবর্তী রণকৌশলের জন্য আমরা ফের বৈঠক করব। ডা. ফারুক আবদুল্লাহ এক বিবৃতিতে বলেন, এতদিন ধরে মেহবুবাজিকে আটক রাখা অবৈধ ছিল। কারাগারে এখনও অনেক লোক রয়েছেন যাদের মুক্তি দেওয়া উচিত। আমরা চাই ভারত সরকার জম্মু-কাশ্মীরের জনগণকে তাদের বিশেষ মর্যাদা (৩৭০ ধারা) ফিরিয়ে দিক।

গতবছর ৫ আগস্ট জম্মু-কাশ্মীর থেকে সেখানকার বাসিন্দাদের জন্য বিশেষ মর্যাদা সম্বলিত ৩৭০ ধারা অপসারণের পরে সেখানকার শীর্ষ নেতা-নেত্রীসহ বহু মানুষকে গ্রেফতার করা হয়। কয়েকমাস ধরে আটক থাকার পরে ধাপে ধাপে সাবেক মুখ্যমন্ত্রীদের মুক্তি দেওয়া হয়েছে। সেখানকার সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি নেত্রী মেহেবুবা মুফতিকে দীর্ঘ ১৪ মাস আটক রাখার পরে গত (মঙ্গলবার) রাতে মুক্তি দেওয়া হয়। এরপরে গতকাল (বুধবার) মেহেবুবা মুফতির বাসায় তার সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে যান ন্যাশনাল কনফারেন্সের চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান ডা. ফারুক আব্দুল্লাহ এবং ওমর আব্দুল্লাহ। আজই প্রথম বিভিন্ন বিরোধীদলীয় নেতারা ডা. ফারুক আব্দুল্লাহর বাসায় বড় বৈঠকে বসলেন। উপস্থিত নেতারা ৩৭০ ধারা অপসারণের নিন্দা করেন এবং এটি পুনরায় কার্যকর করার দাবি জানিয়েছেন। ওই বৈঠককে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়। পারসটুডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়