শিরোনাম
◈ বিদেশে আশ্রয় আবেদনে শীর্ষে বাংলাদেশিরা: বাড়ছে আবেদন, কমছে স্বীকৃতি ◈ মৃত্যুদণ্ডের বিধান রেখে গুম অধ্যাদেশের গেজেট প্রকাশ ◈ মাঝরাতে কক্সবাজারে ৪.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত ◈ যেসব সুবিধা পান রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা  ◈ আইআরআই জরিপ: ইউনূস সরকারের প্রতি আস্থা অটুট, ৮০% বাংলাদেশি অবাধ–সুষ্ঠু নির্বাচনে আশাবাদী ◈ খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় মোদির বার্তা: চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতায় প্রস্তুত ভারত ◈ খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করেছে সরকার ◈ ইন্টার মিলা‌নের জয়, জোড়া গোল করে ইতিহাস লাউতারোর ◈ প্রাথমিক শিক্ষকদের মঙ্গলবারও কর্মবিরতি, হবে না বার্ষিক পরীক্ষা ◈ ২০২৬ থেকে বাধ্যতামূলক সিবিএমএস: বন্ড ব্যবস্থাপনায় পূর্ণ ডিজিটাল যুগে এনবিআর

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২০, ০৫:০৪ সকাল
আপডেট : ১৬ অক্টোবর, ২০২০, ০৫:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদার জন্য লড়াই অব্যাহত থাকবে: ফারুক আব্দুল্লাহ

রাশিদুল ইসলাম : বৃহস্পতিবার সন্ধ্যায় জম্মু -কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স প্রধান ফারুক আব্দুল্লাহ বলেছেন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জম্মু-কাশ্মীরের সাংবিধানিক বিশেষ মর্যাদা ৩৭০ ধারা যা গতবছর ৫ আগস্ট কেন্দ্রীয় সরকার বাতিল করে দিয়েছে তা ফিরিয়ে আনার জন্য আন্দোলনে একমত হয়েছেন। তার বাসায় এক বৈঠকে  পিডিপি নেত্রী মেহবুবা মুফতি, পিপলস কনফারেন্সের চেয়ারম্যান সাজ্জাদ লোন, পিপলস মুভমেন্টের নেতা জাভেদ মীর, সিপিএম নেতা মুহাম্মাদ ইউসুফ তারিগামী প্রমুখ উপস্থিত ছিলেন।

কমপক্ষে দুই ঘন্টা ধরে চলা ওই বৈঠকের পরে ফারুক আবদুল্লাহ বলেন, তারা একটি জোট গঠন করার সিদ্ধান্ত নিয়েছেন যার নাম হবে ‘পিপলস অ্যালায়েন্স ফর গুপকার ডিক্লারেশন’। এই জোট কাশ্মীরের বিশেষ মর্যাদা ফেরানোর চেষ্টা করবে। তিনি বলেন, জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদার জন্য আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। জম্মু-কাশ্মীরের সমস্যার সমাধান রাজনৈতিক। পরবর্তী রণকৌশলের জন্য আমরা ফের বৈঠক করব। ডা. ফারুক আবদুল্লাহ এক বিবৃতিতে বলেন, এতদিন ধরে মেহবুবাজিকে আটক রাখা অবৈধ ছিল। কারাগারে এখনও অনেক লোক রয়েছেন যাদের মুক্তি দেওয়া উচিত। আমরা চাই ভারত সরকার জম্মু-কাশ্মীরের জনগণকে তাদের বিশেষ মর্যাদা (৩৭০ ধারা) ফিরিয়ে দিক।

গতবছর ৫ আগস্ট জম্মু-কাশ্মীর থেকে সেখানকার বাসিন্দাদের জন্য বিশেষ মর্যাদা সম্বলিত ৩৭০ ধারা অপসারণের পরে সেখানকার শীর্ষ নেতা-নেত্রীসহ বহু মানুষকে গ্রেফতার করা হয়। কয়েকমাস ধরে আটক থাকার পরে ধাপে ধাপে সাবেক মুখ্যমন্ত্রীদের মুক্তি দেওয়া হয়েছে। সেখানকার সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি নেত্রী মেহেবুবা মুফতিকে দীর্ঘ ১৪ মাস আটক রাখার পরে গত (মঙ্গলবার) রাতে মুক্তি দেওয়া হয়। এরপরে গতকাল (বুধবার) মেহেবুবা মুফতির বাসায় তার সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে যান ন্যাশনাল কনফারেন্সের চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান ডা. ফারুক আব্দুল্লাহ এবং ওমর আব্দুল্লাহ। আজই প্রথম বিভিন্ন বিরোধীদলীয় নেতারা ডা. ফারুক আব্দুল্লাহর বাসায় বড় বৈঠকে বসলেন। উপস্থিত নেতারা ৩৭০ ধারা অপসারণের নিন্দা করেন এবং এটি পুনরায় কার্যকর করার দাবি জানিয়েছেন। ওই বৈঠককে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়। পারসটুডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়