শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২০, ০১:০৭ রাত
আপডেট : ১৬ অক্টোবর, ২০২০, ০১:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুজিববর্ষ উপলক্ষে সংসদ চত্বরে বৃক্ষরোপণ করেন ক্রীড়া প্রতিমন্ত্রীসহ ৪ জন সংসদ সদস্য

মনিরুল ইসলাম: [২] স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতীয় সংসদ ভবন চত্বরে বৃহস্পতিবার বৃক্ষরোপণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল, বিরোধীদলীয় হুইপ পীর ফজলুর রহমান, নুরুন্নবী চৌধুরী এমপি, মনজুর হোসেন এমপি, পংকজ দেবনাথ এমপি এবং জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান।

[৩] বৃক্ষ রোপণ শেষে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী মুজিববর্ষে ১ কোটি গাছের চারারোপণের যে কর্মসূচী গ্রহণ করেছেন সে কর্মসূচীর অংশ হিসেবে প্রত্যেক সংসদ সদস্য গাছ লাগাচ্ছে । এটি সকল মানুষের জন্য অনুপ্রেরণা হতে পারে। বর্তমানে সারাবিশ্বে যে উষ্ণায়ন এর সৃষ্টি হচ্ছে বাংলাদেশও এর বাইরে নয়। তিনি প্রধানমন্ত্রীকে এ মহতী উদ্যোগ গ্রহণের জন্য ধন্যবাদ জানান।

[৪] পীর ফজলুর রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য প্রধানমন্ত্রী বৃক্ষরোপণের যে কর্মসূচি গ্রহণ করেছেন বাংলাদেশের মানুষ তাঁর এই আহবানের সাড়া দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে এগিয়ে আসবে। এ কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশে একটি সবুজ নিরাপদ বেষ্টনী গড়ে উঠবে।

[৫] নুরুন্নবী চৌধুরী বলেন, সমুদ্র উপকূলবর্তী দ্বীপ জেলাবাসীকে প্রতিনিয়ত ঝড়, বন্যা, বৃষ্টির সাথে যুদ্ধ করতে হয়। তিনি জাতির পিতার জন্মশত বার্ষিকীতে বৃক্ষরোপণ করতে পেরে অত্যন্ত আনন্দিত বোধ করেন।

[৬] জলবায়ু পরিবর্তন রোধ ও প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য প্রধানমন্ত্রী বৃক্ষরোপণের যে কর্মসূচীর গ্রহণ করেছেন। বাংলাদেশের মানুষ সেই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

[৭] পংকজ দেবনাথ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকীতে প্রধানমন্ত্রী ঘোষিত ১ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে একটি তমাল গাছের চারারোপণ করতে পেরে গর্ব বোধ করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়