গাজীপুর প্রতিনিধি: [২] বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে টঙ্গী বাজার মধ্য দক্ষিণ আরিচপুরের মুন্সিপাড়া রোডে (নদীরপাড়) অভিযান চালিয়ে আব্দুল ওরফে তুলা (৪০) নামে একজনকে গ্রেফতার করা হয়।
[৩] লে: কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানাধীন টঙ্গী বাজার মধ্য দক্ষিণ আরিচপুরের মুন্সিপাড়া রোড (নদীরপাড়) মা বাবার দোয়া মেশিনারিজের সামনের রাস্তায় অভিযান পরিচালনা হয়। এসময় টাঙ্গাইলের দেলদুয়ার সূবর্ণাতলি এলাকার লাল মোহাম্মদের পুত্র মো. আব্দুল মালেক ওরফে তুলাকে ৪১৫ বোতল মোট ১৬৬ লিটার চোলাইমদসহ গ্রেফতার করা হয়। সম্পাদনা: জেরিন আহমেদ