শিরোনাম
◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২০, ০৯:৫১ সকাল
আপডেট : ১৫ অক্টোবর, ২০২০, ০৯:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আকতার বানু আলপনা: দেশে রোজ যে পরিমাণ রেপের ঘটনা ঘটছে, তার খুব সামান্যই প্রকাশ পাচ্ছে

আকতার বানু আলপনা: শিক্ষা মানে শুধু লেখাপড়া জানা নয়। প্রকৃত শিক্ষিত মানুষ বলতে সমাজ সচেতন হওয়া, অন্যায়ের বিরুদ্ধে ঘৃণা প্রকাশ ও প্রতিবাদ করার সাহস থাকা, দেশপ্রেম থাকা, পরোপকার করার মানসিকতা থাকা, সততা ও ন্যায়বোধ থাকা ইত্যাদি অনেককিছুকে বোঝায়।

যেকোনো সমাজে এরকম প্রকৃত শিক্ষিত মানুষ যতো বেশি থাকে, সে সমাজ ততো ভালো এবং অপরাধমুক্ত হয়। বর্তমানে আমাদের সমাজে তেমন মানুষ অনেক থাকলেও তাঁরা সবাই লিখতে পারেন না। আবার যাঁরা লিখতে পারেন, তাঁরা নানা সুবিধাবঞ্চিত হবার ভয়ে এবং নানাভাবে বিপদগ্রস্ত হবার ভয়ে ইচ্ছা করে লেখেন না। ফলে সমাজে অনাচার এবং সব ধরনের অপরাধ ক্রমাগত বাড়ছে।

আমাদের সমাজের প্রকৃত শিক্ষিত মানুষদের এক চতুর্থাংশ মানুষও যদি দেশপ্রেমের তাগিদ থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে নিয়মিত লিখতেন, তাহলেও আমাদের সমাজ পরিবর্তন হয়ে যেতো। এতোটা পচে যেতো না।

দেশে রোজ যে পরিমাণ রেপের ঘটনা ঘটছে, তার খুব সামান্যই প্রকাশ পাচ্ছে। তাই আমি শঙ্কিত। যেভাবে চলছে, সেভাবে আর কিছুদিন চললে আমরা মেয়েরা আর একা বাড়ির বাইরে বের হতে পারব না। আর পুলিশী নির্যাতন, ঘুষ, দুর্নীতি, অনিয়ম, আঙুলফুলে কলাগাছ, জবরদখল, পুকুরচুরি, খিচুড়িসহ অন্যান্য অপরাধগুলোর অবস্থা কেমন, তা আর বলার অপেক্ষা রাখে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়