শিরোনাম
◈ সাফারি পার্ক থেকে রিংটেইলড লেমুর চুরি, সীমান্ত হয়ে বিদেশে পাচার: বন্যপ্রাণী পাচার চক্রে সক্রিয় আন্তর্জাতিক সিন্ডিকেট ◈ ‘আমি একজন হতভাগী, পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন’ ◈ গুলিবিদ্ধ এরশাদ উল্লাহর খোঁজ নিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দ্রুত সুস্থতা কামনা ◈ ভারতীয় সীমান্তে সক্রিয় চক্র, দেখতে আসল কিন্তু জাল টাকা! (ভিডিও) ◈ নিউ ইয়র্কের মেয়র মামদানি উগান্ডার ক্রিকেট লিগে খেলেছেন ◈ জামায়াত নেতার ‘নো হাংকি পাংকি’ বক্তব্যের কড়া সমালোচনা করলেন মাসুদ কামাল ◈ ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডর: বাংলাদেশ ঘিরে কৌশলগত চাপ বাড়াতে ভারতের নতুন পদক্ষেপ ◈ ব্রাজিল ও আর্জেন্টিনার ক্লাব নিয়ে ঢাকায় হবে সুপার কাপ ফুটবল  ◈ ‌ক্রিশ্চিয়া‌নো রোনালদোর কাছে সৌদি আর‌বের চেয়ে স্পেনে গোল করা সহজ ◈ কয়েকশ কারখানা বন্ধ ও লাখো শ্রমিক বেকার, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের পরিস্থিতি কতটা উদ্বেগের

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২০, ০৯:৫১ সকাল
আপডেট : ১৫ অক্টোবর, ২০২০, ০৯:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আকতার বানু আলপনা: দেশে রোজ যে পরিমাণ রেপের ঘটনা ঘটছে, তার খুব সামান্যই প্রকাশ পাচ্ছে

আকতার বানু আলপনা: শিক্ষা মানে শুধু লেখাপড়া জানা নয়। প্রকৃত শিক্ষিত মানুষ বলতে সমাজ সচেতন হওয়া, অন্যায়ের বিরুদ্ধে ঘৃণা প্রকাশ ও প্রতিবাদ করার সাহস থাকা, দেশপ্রেম থাকা, পরোপকার করার মানসিকতা থাকা, সততা ও ন্যায়বোধ থাকা ইত্যাদি অনেককিছুকে বোঝায়।

যেকোনো সমাজে এরকম প্রকৃত শিক্ষিত মানুষ যতো বেশি থাকে, সে সমাজ ততো ভালো এবং অপরাধমুক্ত হয়। বর্তমানে আমাদের সমাজে তেমন মানুষ অনেক থাকলেও তাঁরা সবাই লিখতে পারেন না। আবার যাঁরা লিখতে পারেন, তাঁরা নানা সুবিধাবঞ্চিত হবার ভয়ে এবং নানাভাবে বিপদগ্রস্ত হবার ভয়ে ইচ্ছা করে লেখেন না। ফলে সমাজে অনাচার এবং সব ধরনের অপরাধ ক্রমাগত বাড়ছে।

আমাদের সমাজের প্রকৃত শিক্ষিত মানুষদের এক চতুর্থাংশ মানুষও যদি দেশপ্রেমের তাগিদ থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে নিয়মিত লিখতেন, তাহলেও আমাদের সমাজ পরিবর্তন হয়ে যেতো। এতোটা পচে যেতো না।

দেশে রোজ যে পরিমাণ রেপের ঘটনা ঘটছে, তার খুব সামান্যই প্রকাশ পাচ্ছে। তাই আমি শঙ্কিত। যেভাবে চলছে, সেভাবে আর কিছুদিন চললে আমরা মেয়েরা আর একা বাড়ির বাইরে বের হতে পারব না। আর পুলিশী নির্যাতন, ঘুষ, দুর্নীতি, অনিয়ম, আঙুলফুলে কলাগাছ, জবরদখল, পুকুরচুরি, খিচুড়িসহ অন্যান্য অপরাধগুলোর অবস্থা কেমন, তা আর বলার অপেক্ষা রাখে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়