শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২০, ০৯:৫১ সকাল
আপডেট : ১৫ অক্টোবর, ২০২০, ০৯:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আকতার বানু আলপনা: দেশে রোজ যে পরিমাণ রেপের ঘটনা ঘটছে, তার খুব সামান্যই প্রকাশ পাচ্ছে

আকতার বানু আলপনা: শিক্ষা মানে শুধু লেখাপড়া জানা নয়। প্রকৃত শিক্ষিত মানুষ বলতে সমাজ সচেতন হওয়া, অন্যায়ের বিরুদ্ধে ঘৃণা প্রকাশ ও প্রতিবাদ করার সাহস থাকা, দেশপ্রেম থাকা, পরোপকার করার মানসিকতা থাকা, সততা ও ন্যায়বোধ থাকা ইত্যাদি অনেককিছুকে বোঝায়।

যেকোনো সমাজে এরকম প্রকৃত শিক্ষিত মানুষ যতো বেশি থাকে, সে সমাজ ততো ভালো এবং অপরাধমুক্ত হয়। বর্তমানে আমাদের সমাজে তেমন মানুষ অনেক থাকলেও তাঁরা সবাই লিখতে পারেন না। আবার যাঁরা লিখতে পারেন, তাঁরা নানা সুবিধাবঞ্চিত হবার ভয়ে এবং নানাভাবে বিপদগ্রস্ত হবার ভয়ে ইচ্ছা করে লেখেন না। ফলে সমাজে অনাচার এবং সব ধরনের অপরাধ ক্রমাগত বাড়ছে।

আমাদের সমাজের প্রকৃত শিক্ষিত মানুষদের এক চতুর্থাংশ মানুষও যদি দেশপ্রেমের তাগিদ থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে নিয়মিত লিখতেন, তাহলেও আমাদের সমাজ পরিবর্তন হয়ে যেতো। এতোটা পচে যেতো না।

দেশে রোজ যে পরিমাণ রেপের ঘটনা ঘটছে, তার খুব সামান্যই প্রকাশ পাচ্ছে। তাই আমি শঙ্কিত। যেভাবে চলছে, সেভাবে আর কিছুদিন চললে আমরা মেয়েরা আর একা বাড়ির বাইরে বের হতে পারব না। আর পুলিশী নির্যাতন, ঘুষ, দুর্নীতি, অনিয়ম, আঙুলফুলে কলাগাছ, জবরদখল, পুকুরচুরি, খিচুড়িসহ অন্যান্য অপরাধগুলোর অবস্থা কেমন, তা আর বলার অপেক্ষা রাখে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়