শিরোনাম
◈ 'হাসিনার রায়ের দিন কেন বন্দরের চুক্তি স্বাক্ষর হল', প্রশ্ন আব্দুন নূর তুষারের (ভিডিও) ◈ প্রথম খেল‌তে নে‌মেই তা‌মি‌মের সেঞ্চু‌রি, ঢাকা - রাজশাহী ম‌্যাচ ড্র  ◈ রায়ের দিন কলকাতায় আ'লীগের কেন্দ্রীয় কমিটির নেতাদের মিটিং (ভিডিও) ◈ ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল ◈ হাসিনাকে যে কারণে ফেরত দেবে না ভারত ◈ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলছে  ◈ রাজধানীতে ১০ মাসে ১৯৮ হত্যাকাণ্ড: ডিএমপি ◈ বড় জয়ে নারী কাবা‌ডি বিশ্বকাপ শুরু ভারতের ◈ আবেদনের ‘পাঁচ মিনিটেই’কুয়েতে মিলছে ফ্যামিলি ভিজিট ভিসা ◈ সাত কলেজ নিয়ে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার সিদ্ধান্ত

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২০, ০৯:৫১ সকাল
আপডেট : ১৫ অক্টোবর, ২০২০, ০৯:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আকতার বানু আলপনা: দেশে রোজ যে পরিমাণ রেপের ঘটনা ঘটছে, তার খুব সামান্যই প্রকাশ পাচ্ছে

আকতার বানু আলপনা: শিক্ষা মানে শুধু লেখাপড়া জানা নয়। প্রকৃত শিক্ষিত মানুষ বলতে সমাজ সচেতন হওয়া, অন্যায়ের বিরুদ্ধে ঘৃণা প্রকাশ ও প্রতিবাদ করার সাহস থাকা, দেশপ্রেম থাকা, পরোপকার করার মানসিকতা থাকা, সততা ও ন্যায়বোধ থাকা ইত্যাদি অনেককিছুকে বোঝায়।

যেকোনো সমাজে এরকম প্রকৃত শিক্ষিত মানুষ যতো বেশি থাকে, সে সমাজ ততো ভালো এবং অপরাধমুক্ত হয়। বর্তমানে আমাদের সমাজে তেমন মানুষ অনেক থাকলেও তাঁরা সবাই লিখতে পারেন না। আবার যাঁরা লিখতে পারেন, তাঁরা নানা সুবিধাবঞ্চিত হবার ভয়ে এবং নানাভাবে বিপদগ্রস্ত হবার ভয়ে ইচ্ছা করে লেখেন না। ফলে সমাজে অনাচার এবং সব ধরনের অপরাধ ক্রমাগত বাড়ছে।

আমাদের সমাজের প্রকৃত শিক্ষিত মানুষদের এক চতুর্থাংশ মানুষও যদি দেশপ্রেমের তাগিদ থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে নিয়মিত লিখতেন, তাহলেও আমাদের সমাজ পরিবর্তন হয়ে যেতো। এতোটা পচে যেতো না।

দেশে রোজ যে পরিমাণ রেপের ঘটনা ঘটছে, তার খুব সামান্যই প্রকাশ পাচ্ছে। তাই আমি শঙ্কিত। যেভাবে চলছে, সেভাবে আর কিছুদিন চললে আমরা মেয়েরা আর একা বাড়ির বাইরে বের হতে পারব না। আর পুলিশী নির্যাতন, ঘুষ, দুর্নীতি, অনিয়ম, আঙুলফুলে কলাগাছ, জবরদখল, পুকুরচুরি, খিচুড়িসহ অন্যান্য অপরাধগুলোর অবস্থা কেমন, তা আর বলার অপেক্ষা রাখে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়