শিরোনাম
◈ পঞ্চম টি-টো‌য়ে‌ন্টি পরিত্যক্ত হওয়ায় অ‌স্ট্রেলিয়ার বিরু‌দ্ধে সিরিজ জিতলো ভারত   ◈ ভোটের নিরাপত্তা পরিকল্পনা: রেড, ইয়েলো ও গ্রিন জোনে সাজানো হবে দেশ ◈ শিক্ষকদের আন্দোলন যৌক্তিক নয়, ১৩ থেকে ১০ম গ্রেডে আনার যুক্তি নেই: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ◈ জামায়াতসহ ৮ দলের কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ◈ প্রাথমিক শিক্ষকদের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা ◈ অর্ধ ট্রিলিয়ন ডলারের মালিক হয়েও যে কারণে সাধারণ জীবনে ইলন মাস্ক, এত সম্পদ দিয়ে কী করেন? ◈ কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন অন্তর্বর্তী সরকারের কাজ নয়: তারেক রহমান ◈ যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, যাত্রীদের চরম ভোগান্তি ◈ কিছু দল জোরপূর্বক দাবি আদায় করতে চায় : আমীর খসরু ◈ ফ্যাসিবাদী গোষ্ঠী নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে জনগণই প্রতিরোধ করবে: আইজিপি

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২০, ০৬:৩১ সকাল
আপডেট : ১৫ অক্টোবর, ২০২০, ০৬:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজারে দুই ধর্ষণ মামলায় দুজনের যাবজ্জীবন

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারে পৃথক ধর্ষণের দুই মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এর মধ্যে একটি ধর্ষণের মামলার প্রায় ১৬ বছর পর জালাল উদ্দিন নামের এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোসলেহ উদ্দীন এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডাদেশপ্রাপ্ত জালাল উদ্দিন চকরিয়া পৌর এলাকার আহমদ হোসেনের ছেলে। তিনি বর্তমানে পলাতক।

বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর বদিউল আলম সিকদার। তিনি জানান, আসামি জালাল উদ্দিন মামলার বাদীকে বিয়ের প্রস্তাব দিয়ে ধর্ষণ করেন। পরবর্তীতে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাকে আর বিয়ে করেননি। পরে ওই নারী পুত্র সন্তান প্রসব করেন। সেই পুত্র সন্তানের বয়স বর্তমানে ১৫ বছর।

তিনি জানান, আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দিয়েছেন।

দীর্ঘ ১৬ বছর পর ফরিয়াদি ওই নারী মামলার রায় পেয়ে অত্যন্ত সন্তুষ্ট বাদী পক্ষ।

এছাড়া ২০০১ সালের আরেকটি ধর্ষণ মামলায় বুধবার (১৪ অক্টোবর) নুরুল হুদা নামের আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-১ এর বিচারক মোসলেহ্ উদ্দিন। একই সঙ্গে আসামির ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন আদালত।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়