শিরোনাম
◈ পা‌কিস্তান বংশোদ্ভূত ৪২ ক্রিকেটারের ভারতে আসা নিয়ে প্রশ্ন! ভিসা সমস্যা সমাধা‌নে মা‌ঠে নে‌মেছে আই‌সি‌সি ◈ জামায়াত জোটে ভাঙন, কার ক্ষতি হলো ◈ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তারেক রহমানের ব্যানার ছিড়ে ফেললেন রাকসু জিএস ◈ ইরানে ট্রাম্পের অবস্থান পরিবর্তন, বিপাকে আন্দোলনকারীরা ◈ আমদানি বন্ধের সুযোগে চালের কৃত্রিম সংকট তৈরি করে দাম বৃদ্ধি ◈ লাল পাসপোর্ট জমা দিচ্ছেন উপদেষ্টারা ◈ সাত লাখ টাকায় রাশিয়া গিয়ে ছয় মাসের মাথায় দেশে ফিরতে হলো ৩৫ বাংলাদেশিকে ◈ চিলিতে ভয়াবহ দাবানল: দুই অঞ্চলে ‘মহাবিপর্যয়’ ঘোষণা, ১৬ জনের মৃত্যু ◈ বাংলাদেশ না খেললে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তানও! ◈ আবারও অচল দেশের একমাত্র কয়লাভিত্তিক বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্র

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২০, ০৫:১৫ সকাল
আপডেট : ১৫ অক্টোবর, ২০২০, ০৫:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সুয়ারেজ পারলেও পারেননি মেসি

স্পোর্টস ডেস্ক : [২] গত বুধবার একই দিনে নিজ নিজ দলের হয়ে মাঠে নেমেছিলেন দুই বন্ধু লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। দুইজনই সেদিন কনমেবোল অঞ্চলের প্রতিযোগিতামূলক আসরে সর্বোচ্চ গোলদাতা রোনালদো নাজারিওর রেকর্ড স্পর্শ করেছিলেন। সে রেকর্ড এককভাবে নিজেদের করে নেওয়ার জন্য মঙ্গলবার ফের মাঠে নেমেছিলেন তারা। তবে সুয়ারেজ পারলেও পারেননি সময়ের অন্যতম সেরা তারকা মেসি।

কনমেবোল অঞ্চলের প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে সর্বোচ্চ ৩৯টি গোল দেওয়ার রেকর্ডটি রোনালদোর সঙ্গে গত ম্যাচে গড়েছিলেন মেসি ও সুয়ারেজ। এদিন মাঠে নামার আগে তাই সবার নজর ছিল এ দুই তারকার দিকে। তবে ইকুয়েডরের বিপক্ষে জোড়া গোল করে রেকর্ডটি এককভাবে নিজের করে নিয়েছেন সুয়ারেজ। ম্যাচের ৮৪তম মিনিটে সফল স্পটকিকে এ রেকর্ড গড়েন। পরে ম্যাচের যোগ করা আরও একটি গোল দেন পেনাল্টি থেকেই। অন্যদিকে বলিভিয়ার বিপক্ষে গোল পাননি মেসি।

[৩] তবে রেকর্ড গড়লেও হাসি নিয়ে মাঠ ছাড়তে পারেননি সুয়ারেজ। ইকুয়েডরের কাছে তারা হেরে গেছে ৪-২ গোলের ব্যবধানে। ম্যাচের ৭৫ মিনিটেই চার গোলের ব্যবধানে পিছিয়ে যায় তারা। পরে দুটি গোল শোধ করেন সুয়ারেজ। অন্যদিকে গোল না পেলেও জয় নিয়ে মাঠে ছেড়েছে আর্জেন্টিনা। তাও বলিভিয়ার মাঠ থেকে। সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার ৬০০ মিটার উঁচুতে অবস্থিত লা পাজের হার্নান্দো সাইলেস স্টেডিয়ামে ১৫ বছর পর জয় পেল আলবিসেলেস্তারা।

[৪] তবে সুয়ারেজের রেকর্ড ভাঙার সুযোগ থাকছে মেসির হাতে। আর নিজের রেকর্ড আর সমৃদ্ধ করার সুযোগও পাবেন সুয়ারেজ। যদিও দুইজনেরই ক্যারিয়ারের শেষ সময়ে এসে পৌঁছেছেন। দুইজনের বয়স হয়েছে ৩৩। - ডেইলি স্টার

  • সর্বশেষ
  • জনপ্রিয়