শিরোনাম
◈ টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়েছে ঘরবাড়ি ◈ তারেক রহমানের দেশে ফেরা বিনিয়োগকারীদের জন্য বিরাট কনফিডেন্স বুস্টার: আশিক চৌধুরী ◈ আমেরিকানদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে যেসব দেশ ◈ দুবাইয়ে সম্পত্তির ইস্যুতে এনটিভির মুখোমুখি আসিফ মাহমুদ (ভিডিও) ◈ মানবহীন জেট ড্রোন কিজিলেলমা: সম্পূর্ণ স্বয়ংক্রিয় সমন্বিত ফ্লাইটে নতুন মাইলফলক ◈ লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভে খালিস্তানপন্থীদের বাধা (ভিডিও) ◈ এবার দিনাজপুরে খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র নিলেন বিএনপির আরেক নেতা ◈ বিদেশি বন্দরে নাবিকদের পালিয়ে যাওয়ার হিড়িক: হুমকির মুখে বাংলাদেশের মেরিন সেক্টর (ভিডিও) ◈ সিরাজগঞ্জে প্রকাশ্য কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা ◈ দে‌শে ফি‌রে‌ মোস্তা‌ফিজ বল‌লেন, বিদেশি লিগে আরও বাংলাদেশি ক্রিকেটার প্রয়োজন

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২০, ০৫:১৫ সকাল
আপডেট : ১৫ অক্টোবর, ২০২০, ০৫:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সুয়ারেজ পারলেও পারেননি মেসি

স্পোর্টস ডেস্ক : [২] গত বুধবার একই দিনে নিজ নিজ দলের হয়ে মাঠে নেমেছিলেন দুই বন্ধু লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। দুইজনই সেদিন কনমেবোল অঞ্চলের প্রতিযোগিতামূলক আসরে সর্বোচ্চ গোলদাতা রোনালদো নাজারিওর রেকর্ড স্পর্শ করেছিলেন। সে রেকর্ড এককভাবে নিজেদের করে নেওয়ার জন্য মঙ্গলবার ফের মাঠে নেমেছিলেন তারা। তবে সুয়ারেজ পারলেও পারেননি সময়ের অন্যতম সেরা তারকা মেসি।

কনমেবোল অঞ্চলের প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে সর্বোচ্চ ৩৯টি গোল দেওয়ার রেকর্ডটি রোনালদোর সঙ্গে গত ম্যাচে গড়েছিলেন মেসি ও সুয়ারেজ। এদিন মাঠে নামার আগে তাই সবার নজর ছিল এ দুই তারকার দিকে। তবে ইকুয়েডরের বিপক্ষে জোড়া গোল করে রেকর্ডটি এককভাবে নিজের করে নিয়েছেন সুয়ারেজ। ম্যাচের ৮৪তম মিনিটে সফল স্পটকিকে এ রেকর্ড গড়েন। পরে ম্যাচের যোগ করা আরও একটি গোল দেন পেনাল্টি থেকেই। অন্যদিকে বলিভিয়ার বিপক্ষে গোল পাননি মেসি।

[৩] তবে রেকর্ড গড়লেও হাসি নিয়ে মাঠ ছাড়তে পারেননি সুয়ারেজ। ইকুয়েডরের কাছে তারা হেরে গেছে ৪-২ গোলের ব্যবধানে। ম্যাচের ৭৫ মিনিটেই চার গোলের ব্যবধানে পিছিয়ে যায় তারা। পরে দুটি গোল শোধ করেন সুয়ারেজ। অন্যদিকে গোল না পেলেও জয় নিয়ে মাঠে ছেড়েছে আর্জেন্টিনা। তাও বলিভিয়ার মাঠ থেকে। সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার ৬০০ মিটার উঁচুতে অবস্থিত লা পাজের হার্নান্দো সাইলেস স্টেডিয়ামে ১৫ বছর পর জয় পেল আলবিসেলেস্তারা।

[৪] তবে সুয়ারেজের রেকর্ড ভাঙার সুযোগ থাকছে মেসির হাতে। আর নিজের রেকর্ড আর সমৃদ্ধ করার সুযোগও পাবেন সুয়ারেজ। যদিও দুইজনেরই ক্যারিয়ারের শেষ সময়ে এসে পৌঁছেছেন। দুইজনের বয়স হয়েছে ৩৩। - ডেইলি স্টার

  • সর্বশেষ
  • জনপ্রিয়