শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২০, ০৪:৪৫ সকাল
আপডেট : ১৫ অক্টোবর, ২০২০, ০৪:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডিএনসির অভিযানে ৮ মাসে গ্রেপ্তার ৯ হাজার ৮৪৫

সুজন কৈরী : চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত এই আট মাসে দেশের বিভিন্ন স্থানে ৩৬ হাজার ৬৭৭টি অভিযান চালিয়ে ৯ হাজার ৩৪৬টি মামলা দায়ের করেছে মাদদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসব মামলায় গ্রেপ্তার করা হয়েছে ৯ হাজার ৮৪৫ জনকে।

অভিযানকালে ৭ লাখ ৭১ হাজার ৯৭৮ পিস ইয়াবা, ৫ হাজার কেজি হেরোইন, ১ হাজার ৩৮০ কেজি গাঁজা, ১৫ হাজার ৫২৭ বোতল ফেন্সিডিল, ১০ হাজার ৪৬৬ পিস অ্যাম্পুল ইঞ্জেকশনসহ বিপুল পরিমাণ অন্যান্য মাদক উদ্ধার করেছে ডিএনসি।

বুধবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ডিএনসির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থার মহাপরিচালক মোহাম্মদ আহসানুল জব্বার বলেন, প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। তাঁর নির্দেশনা বাস্তবায়নে ডিএনসি সব ধরণের চেষ্টা চালাচ্ছে। চলতি বছরের মার্চ মাসে করোনার সংক্রমণ শুরু হয়। এ সময় ঝুঁকি থাকা সত্তে¡ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধ কঠোর অবস্থান নিয়ে ডিএনসির অভিযান চলছে এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

এ সময় গত বছরের অভিযান পরিসংখ্যান তুলে ডিএনসির মহাপরিচালক বলেন, ২০১৯ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা সম্মিলিতভাবে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে। ১ লাখ ২৪ হাজার ৯৮ টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৯ লাখ ৬০ হাজার ৫৪৯ জনকে।

গত বছরের অভিযানে দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয়েছে ৩ কোটি ৪ লাখ ৪৬ হাজার ৩২৮ পিস ইয়াবা, ৩২৩ কেজি ২৭৯ গ্রাম হেরোইন, ৩২ হাজার ৬৫৭ কেজি ৬৯৯ গ্রাম গাঁজা, ৯ লাখ ৭৬ হাজার ৬৬৩ বোতল ফেন্সিডিল, ৪১ হাজার ২৩৬ পিস অ্যাম্পুল ইঞ্জেকশন, ১ লাখ ১৩ হাজার ২৭৯ বোতল বিদেশি মদ ও ৬০ হাজার ২৭০ ক্যান বিয়ারসহ বিপুল পরিমাণ অন্যান্য মাদকদ্রব্য।

এছাড়া গত ১০ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ৪ হাজার ৯৪টি বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ১৪৩টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ১৮২ জনকে।

সংবাদ সম্মেলনে ডিএনসির অতিরিক্ত পরিচালক সঞ্জয় কুমার চৌধুরী, পরিচালক (অপারেশন্স) ড. এ এফ এম মাসুম রব্বানী, অতিরিক্ত পরিচালক (গোয়েন্দা) মো. মোসাদ্দেক হোসেন রেজা, জনসংযোগ কর্মকর্তা সুব্রত সরকার শুভ, ঢাকা মেট্রো উপ অঞ্চলের দক্ষিণ বিভাগের উপ পরিচালক মো. মানজুরুল ইসলাম, উত্তর বিভাগের উপ পরিচালক মুকুল জ্যোতি চাকমা, সহকারী পরিচালক (দক্ষিণ) রাজীব মিনা, সহকারী পরিচালক (উত্তর) মো. মেহেদী হাসানসহ ডিএনসির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়