স্পোর্টস ডেস্ক: [২] প্রথম উইকেটরক্ষক হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০ স্টাম্পিংয়ের রেকর্ড গড়েছেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান কামরান আকমল। চলতি পাকিস্তানের ন্যাশনাল টি-২০ কাপে এ রেকর্ড গড়েছেন তিনি।
[৩] পাকিস্তানের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে সেন্ট্রাল পাঞ্জাবের হয়ে বুধবার (১৪ অক্টোবর) খেলতে নেমে সাউদার্ন পাঞ্জাবের অধিনায়ক শন মাসুদের স্টাম্পিং করে এই মাইলফলক স্পর্শ করেন কামরান।
[৪] সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে আকমলের এই রেকর্ডে দ্বিতীয় আছেন ভারতের অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি। টি-টোয়েন্টি তে ধোনির স্টাম্পিং রয়েছে ৮৪ টি। ৬০ টি স্টাম্পিং নিয়ে তিনে আছেন শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার কুমার সাঙ্গাকারা।
[৫] তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এই রেকর্ডে সবার উপরে আছেন ধোনি। ৯৮ ম্যাচে ধোনির স্টাম্পিংয়ের সংখ্যা ৩৪। দ্বিতীয় আছেন কামরান আকমল(৩২)। টি-টোয়েন্টি তে ২৯ টি স্টাম্পিং করে বিশ্বের মধ্যে তৃতীয়তে টাইগার উইকেটরক্ষক আছেন মুশফিকুর রহিম। - দ্যা গ্যালারি