শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২০, ১১:৪৮ দুপুর
আপডেট : ১৪ অক্টোবর, ২০২০, ১১:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করের তথ্য সংরক্ষণের জন্যে মার্কিন সুপ্রিম কোর্টে ট্রাম্পের আবেদন

রাশিদুল ইসলাম : [২] মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার করের তথ্য যাতে ম্যানহাটান ডিস্ট্রিক্ট এ্যাটর্নি সাইরাস ভ্যান্সের কাছে চলে না যায় সে জন্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন। ট্রাম্পের করের তথ্য দেয়ার জন্যে নিম্ন আদালত এর আগে নির্দেশ দেয়। ট্রাম্পের আইনজীবীরা আদালতে মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে জরুরি অনুরোধ হিসেবে এ আবেদন জানান। স্পুটনিক/এনবিসি

[৩] ট্রাম্পের আইনজীবীরা প্রেসিডেন্টের এধরনের করের তথ্য যাতে আদালতের বাইরে চলে না যায় সেজন্যে স্থগিতাদেশ চান। ট্রাম্প এব্যাপারে সুপ্রিম কোর্টকে যে অনুরোধ জানিয়েছেন তা নিয়ে একটি রিট দায়েরের অপেক্ষায় আছে। আবেদনে বলা হয়েছে করের তথ্য হস্তগত হলে তা নিয়ে গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে অভাবও রয়েছে।

[৪] আদালতে ট্রাম্পের আইনজীবীরা এও বলেন জেলা এ্যাটর্নির কাছে ট্রাম্পের করের তথ্য চলে গেলে অনুসন্ধানের প্রয়োজনে তা অপব্যবহার হতে পারে।

[৫] তবে মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের কর সম্পর্কিত তথ্য জানানোর ক্ষেত্রে স্থগিতাদেশ না দিলে ম্যানহ্যাটানের এ্যাটর্নির কাছে এসব তথ্য চলে যাবে এবং এ নিয়ে অনুসন্ধান আরো জোরদার হবে। ট্রাম্পের ৮ বছরের করের তথ্য ছাড়াও মার্কিন প্রেসিডেন্টের আর্থিক লেনদেনের তথ্য প্রকাশ হয়ে পড়বে। ট্রাম্পের সাবেক আইনজীবী মাইকেল কোহেন পর্ণ তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে ২০০৬ সালে মার্কিন প্রেসিডেন্টের সম্পর্ক থাকায় ১ লাখ ৩০ হাজার ডলার দিয়েছেন এটা জানার পর এ নিয়ে তদন্ত শুরু হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়