শিরোনাম
◈ জাতির সংকটময় মুহূর্তে খালেদা জিয়ার প্রয়াণ ‘বিরাট ক্ষতি’: প্রধান উপদেষ্টা ◈ তিন দিনের রাষ্ট্রীয় শোক ও কাল বুধবার সাধারন ছুটি ঘোষণা ◈ তার সেই মহান উক্তি ‘দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই’ (ভিডিও) ◈ খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন শেখ হাসিনা ◈ খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের আজ‌কের খেলা স্থগিত ◈ খালেদা জিয়া গৃহবধূ থেকে যেভাবে বাংলাদেশের ইতিহাসে অন্যতম নেতা হয়ে উঠেছিলেন  ◈ শহীদ জিয়ার পাশেই শায়িত হবেন খালেদা জিয়া ◈ আজ দুপুর ১২টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ◈ খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের শোক ◈ ‘মাথার ওপর থেকে মায়ের ছায়া সরে গেল’: খালেদা জিয়ার মৃত্যুতে কান্নায় ভেঙে পড়লেন রিজভী

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২০, ১১:৪৮ দুপুর
আপডেট : ১৪ অক্টোবর, ২০২০, ১১:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করের তথ্য সংরক্ষণের জন্যে মার্কিন সুপ্রিম কোর্টে ট্রাম্পের আবেদন

রাশিদুল ইসলাম : [২] মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার করের তথ্য যাতে ম্যানহাটান ডিস্ট্রিক্ট এ্যাটর্নি সাইরাস ভ্যান্সের কাছে চলে না যায় সে জন্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন। ট্রাম্পের করের তথ্য দেয়ার জন্যে নিম্ন আদালত এর আগে নির্দেশ দেয়। ট্রাম্পের আইনজীবীরা আদালতে মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে জরুরি অনুরোধ হিসেবে এ আবেদন জানান। স্পুটনিক/এনবিসি

[৩] ট্রাম্পের আইনজীবীরা প্রেসিডেন্টের এধরনের করের তথ্য যাতে আদালতের বাইরে চলে না যায় সেজন্যে স্থগিতাদেশ চান। ট্রাম্প এব্যাপারে সুপ্রিম কোর্টকে যে অনুরোধ জানিয়েছেন তা নিয়ে একটি রিট দায়েরের অপেক্ষায় আছে। আবেদনে বলা হয়েছে করের তথ্য হস্তগত হলে তা নিয়ে গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে অভাবও রয়েছে।

[৪] আদালতে ট্রাম্পের আইনজীবীরা এও বলেন জেলা এ্যাটর্নির কাছে ট্রাম্পের করের তথ্য চলে গেলে অনুসন্ধানের প্রয়োজনে তা অপব্যবহার হতে পারে।

[৫] তবে মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের কর সম্পর্কিত তথ্য জানানোর ক্ষেত্রে স্থগিতাদেশ না দিলে ম্যানহ্যাটানের এ্যাটর্নির কাছে এসব তথ্য চলে যাবে এবং এ নিয়ে অনুসন্ধান আরো জোরদার হবে। ট্রাম্পের ৮ বছরের করের তথ্য ছাড়াও মার্কিন প্রেসিডেন্টের আর্থিক লেনদেনের তথ্য প্রকাশ হয়ে পড়বে। ট্রাম্পের সাবেক আইনজীবী মাইকেল কোহেন পর্ণ তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে ২০০৬ সালে মার্কিন প্রেসিডেন্টের সম্পর্ক থাকায় ১ লাখ ৩০ হাজার ডলার দিয়েছেন এটা জানার পর এ নিয়ে তদন্ত শুরু হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়