নূর মোহাম্মদ : বিএনপি জোট সরকারের আমলের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে থাকা অবৈধ সম্পদ অর্জনের মামলা বিচারিক আদালত পরিবর্তনের আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এছাড়া বিচারিক আদালতকে আদেশ প্রাপ্তির পর থেকে ৩০ দিনের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন।
আজ দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। আবেদনকারী পক্ষে ছিলেন আইনজীবী পারভেজ হোসেন।
২০০৮ সালের ১৩ জানুয়ারি ৭ কোটি ৫ লাখ ৯১ হাজার ৮৯৬ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের হিসাব বিরণীতে তথ্য গোপনের অভিযোগে দুদক রমনা থানায় মামলা করে। মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত নং ৭ এ বিচারাধীন।