শিরোনাম

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২০, ০৫:৪০ সকাল
আপডেট : ১৩ অক্টোবর, ২০২০, ০৫:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাসিরনগরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

তৌহিদুর রহমান নিটল : [২] ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সড়ক দুর্ঘটনায় সাফাত-(২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার বিকেলে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কের উপজেলার কুন্ডা বেড়িবাঁধ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

[৩] নিহত সাফাত সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের কালীকচ্ছ গ্রামের আবদুস সামাদের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে এক বন্ধুকে নিয়ে মোটর সাইকেলযোগে বেড়িবাঁধ এলাকায় ঘুরতে যায় সাফাত। সে নিজেই মোটর সাইকেল চালাচ্ছিলেন। মোটর সাইকেলটি আঞ্চলিক সড়কের নাসিরনগরের কুন্ডা বেড়িবাঁধ এলাকায় পৌছে নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাফাত মারা যায়।

[৪] এ বিষয়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক বলেন, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। কিন্তু সেখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়