শহিদুল ইসলাম : [২] গোপালগঞ্জের মুকসুদপুরের বানিয়ারচরে গলায় ফাঁস দিয়ে স্বর্ণালী রায় (১৪) নামে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে।
[৩] সোমবার সকালে মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের বানিয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে। স্বর্ণলী রায় বানিয়ারচর সুর্যকান্ত জানকি আদর্শ উচ্চবিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী ও মুকসুদপুর উপজেলার বানিয়ারচর গ্রামের বাসুদেব রায় এর মেয়ে।
[৪] স্থানীয় ও পারিবারিক সূত্রে জানাযায়, সৎ মা রেনু রায়ের সাথে মেয়ে স্বর্ণলী রায়ের কয়েকদিন যাবৎ কলহ চলে আসছিল এরই জের ধরে সোমবার সকালে সবার অজান্তে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। সেখান থেকে তাকে উদ্ধার করে পরিবারের লোকজন মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
[৫] রাজৈর থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর হাসপাতালের মর্গে পেরণ করেছে। এব্যপারে রাজৈর থানায় একটা অপমৃত্যু মামলা হয়েছে। মামলা নং- ৩৪/২০। সম্পাদনা : আরাফাত