শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২০, ১২:৫২ দুপুর
আপডেট : ১২ অক্টোবর, ২০২০, ১২:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইপিএলে রাতে শীর্ষস্থানের লড়াইয়ে মুখোমুখি দিল্লি ও মুম্বাই

রাহুল রাজ: [২] রোববার আইপিএলে দ্বিতীয় ম্যাচে রাতে শীর্ষস্থানের লড়াইয়ে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের এক নম্বর দল দিল্লি ও দুই নম্বর দল মুম্বাই। শেখ আবু জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮ টায়।

[৩] প্রথম ম্যাচ চেন্নাইয়ের কাছে হেরে আইপিএল অভিযান শুর করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। তারপর পাঁচটি ম্যাচে ৪টি জয়ের সৌজন্য ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে রোহিত শর্মার দল। মাঝে আরসিবির বিরুদ্ধে একটি জেতা ম্যাচ হারতে হয়েছে তাও সুপার ওভারে।

[৪] ব্যাটিং বোলিং সব বিভাগেই ছন্দে রয়েছে রোহিত শর্মার দল। ওপেনিংয়ে রানে রয়েছেন রোহিত-ডিকক জুটি। মিডল অর্ডারেও দুরন্ত ব্যাটিং করছেন সূর্যকুমার যাদব, ইশান কিষাণরা। শেষে বিধ্বংসী ব্যাটিং করছেন কায়রন পোলার্ড ও হার্দিক পান্ডিয়া। স্পিন বিভাগেও দায়িত্ব নিয়ে বোলিং করছেন ক্রুণাল পান্ডিয়া ও রাহুল চাহার। আর পেস অ্যাটাকে কার্যত আগুন ঝড়াচ্ছেন বুমরা-বোল্ট-প্যাটিনসন ত্রয়ী।

[৫] লিগ টেবিলের দুই নম্বরে থাকলেও, নেট রানরেটও আইপিএলের বাকি আটটি দলের থেকে ভাল রয়েছে মুম্বাইয়ের। ফলে দিল্লিকে হারিয়ে লিগ টেবিললের শীর্ষে জায়গা পাকা করতে মরিয়া চারবারের আইপিএল চ্যাম্পিয়নরা।

[৬] অপরদিকে এবারের আইপিএলে সম্পূর্ণ অন্য দিল্লি দলকে দেখছে সকলেই। প্রথম আইপিএল ট্রফি জয়ের লক্ষ্যে এগিয়ে চলেছে শ্রেয়স আইয়ারের দল। আইপিএল ২০২০-তে এখনও ৬ ম্যাচে ৫ জয়ের ফলে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে দিল্লি।

[৬] ব্যাটিং-বোলিং সব বিভাগে সবথেকে বেশি সামঞ্জস্য রয়েছে কোচ রিকি পন্টিংয়ের দলে। দুরন্ত ছন্দে রয়েছে গোটা দল। ব্যাটিং লাইনাপে দুরন্ত ফর্মে রয়েছে পৃথ্বী শ। শিখর ধওয়ানের ফর্ম ওঠা-পড়া করলেও, রানের মধ্যে রয়েছেন তিনিও। এছাড়া মিডল অর্ডারেও ফর্মে রয়েছেন শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থরা। শেষে বিধ্বংসী ব্যাটিং করছেন মার্কাস স্টয়নিস ও শেমরন হেটমায়ার। বোলিং অ্যাটাকেও কাগিসো রাবাদা, হার্শল প্যাটেল, অ্যাক্সর প্যাটেলরা। অলরাউন্ডার হিসেবেও ভাল বোলিং করছেন স্টয়নিস।

[৭] ফলে আজকে মুম্বাইয়ের বিরুদ্ধে সবথেকে কঠিন লড়াইয়ে নামার আগেও আত্মবিশ্বাসী দিল্লি ক্যাপিটালস দল। শীর্ষস্থান ধরে রাখার জন্য বদ্ধপরিকর শ্রেয়স আইয়রের দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়