সমীর রায়: [২] গোপালগঞ্জের কোটালীপাড়ায় কলেজ পড়ুয়া মেধাবি শিক্ষার্থী সামিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
[৩] রোববার (১১ অক্টোবর) উপজেলা পরিষদ কার্যালয়ের সামনের সড়কে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘণ্টা ব্যাপী এ বানববন্ধন অনুষ্ঠিত হয়।
[৪] এ সময় উপজেলা ছাত্রলীগের সহ- সভাপতি সামিম দাড়িয়ার সঞ্চালণায় বক্তব্য রাখেন নারী নেত্রী কৌশল্যা বাগচী,রুবি বিশ্বাস,বেবি রহমান, শিক্ষার্থী জেরিন খাঁন।
[৫] উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ গ্রহণ করে বিক্ষোভ সমাবেশ করে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে দোষীদের গ্রেপ্তার করে স্বর্বচ্চ শাস্তির দাবি জানায়। উপজেলার প্রধান সড়কে মানববন্ধন বলয় সৃস্টি করে দ্রুত সামিয়া হত্যাকারিদের গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানান। অন্যথায কঠোর আন্দোলনের হুসিয়ারি দেন শিক্ষার্থীরা।
[৬] নিহত সামিয়া আক্তার ডাসার শেখ হাসিনা উইমেস্ন কলেজের এইচ.এস. সি পরিক্ষার্থী ছিলেন।
[৭] গত ৩ অক্টোবর বিকেলে ডহরপাড়া গ্রামে তাদের বাড়ির ভবনের দোতলার একটি রুম থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
[৮] এ ঘটনায় নিহত সামিয়ার মা শিখা বেগম বাদি হয়ে ছোট দক্ষিণপাড় গ্রামের সজল হাজরা, স্বপ্না আক্তার মিনি, আবুল হাওলাদার, হাসিবুর রহমান ও আরাফাত জুবায়েরকে আসামি করে কোটালীপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সম্পাদনা: হ্যাপি