আনিস আলমগীর: আইনমন্ত্রী বলেছেন, ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড করার চিন্তা হচ্ছে। কোনো সভ্য দেশে এ ধরনের আইন হতে পারে না। কিন্তু বর্বরতাকে পাল্টা বর্বরতা দিয়ে প্রতিহত করতে যাচ্ছে সরকার। সমর্থন না করে উপায় নেই। নয়তো যা চলছে, অচিরেই আইয়ামে জাহেলিয়াত যুগ শুরু হবে বাংলাদেশে। বাংলাদেশ কবে সভ্য হবে যেখানে ধর্ষণের মতো বর্বরতা থাকবে না! ধর্ষণের জন্য মৃত্যুদণ্ডের মতো বর্বর আইনেরও প্রয়োজন হবে না। বাংলাদেশের পুরুষেরা কবে সভ্য হবে, তার আয়ত্বের মধ্যের নারীকে প্রেম, বিয়ে, সঙ্গমের প্রস্তাব দিলে জবাব যদি না হয়। ‘স্যরি’ বলে সেখানেই থামবে এবং নারী-পুরুষ উভয়েই বিষয়টিকে প্রতিহিংসার ইস্যু বানাবে না। ফেসবুক থেকে